চুয়াডাঙ্গায় ডাকাতের বোমায় কৃষক নিহত

Home Page » সারাদেশ » চুয়াডাঙ্গায় ডাকাতের বোমায় কৃষক নিহত
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০১৭



23.jpg বঙ্গ-নিউজঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে ডাকাতদের ছোড়া বোমায় এক কৃষক নিহত হয়েছেন। তার নাম নাসির উদ্দীন। তিনি কুলপালা গ্রামের বাদল মন্ডলের ছেলে। আহত হয়েছেন লিটন নামে আরও একজন।বুধবার রাত দুইটার দিকে কুলপালা গ্রামের বিলপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত একটার দিকে নাসির উদ্দীনের বাড়ির পেছনে কয়েকজন ডাকাত অবস্থান নেয়। বাড়ির লোকজন চোর বলে চিৎকার শুরু করলে ডাকাতরা বাড়ির ভেতরে ঢুকে একটি বোমা ছুড়ে মারে। বোমায় গৃহকর্তা নাসির উদ্দীন আহত হন।
চিৎকার শুনে প্রতিবেশীরা প্রতিহতের চেষ্টা করলে ডাকাতরা আরও একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে লিটন নামে আরও একজন আহত হয়। গ্রামবাসী আহত দুইজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসির উদ্দীনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ আশপাশের গ্রামগুলোতে অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।

এছাড়া রাতেই ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ বেলায়েত হোসেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যান। এ সময় তিনি বোমা হামলায় আহত লিটনসহ স্থানীয়দের সাথে কথা বলেন এবং দ্রুত সময়ে ডাকাতদের গ্রেপ্তারের আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:৫৩   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ