দেশি বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে প্রচারে নিষেধাজ্ঞা

Home Page » বিনোদন » দেশি বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে প্রচারে নিষেধাজ্ঞা
বুধবার, ৪ জানুয়ারী ২০১৭



বঙ্গ-নিউজঃ 43.jpgএফটিপিও’র ৩০ নভেম্বর সমাবেশের একটি মুহূর্ত (1)বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার করা যাবে না- এমন নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সোমবার দুপুরে এক তথ্য বিবরণীতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়, ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনানুযায়ী বাংলাদেশের দর্শকদের জন্য বাংলাদেশে ডাউন লিংককৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা ভঙ্গকারী সংশ্লিষ্ট বিদেশি টিভি চ্যানেল ডিস্ট্রিবিউশনের অনাপত্তি ও অনুমতি এবং লাইসেন্স বাতিলসহ আইনানুযায়ী অন্যান্য শাস্তি আরোপ করা হবে।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ২ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি চ্যানেলের বাংলাদেশে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ করা হয়। তথ্য মন্ত্রণালয়ের এই আদেশের মাধ্যমে নিষেধাজ্ঞা জারির আনুষ্ঠানিক তথ্য জানালো সরকার।
এদিকে, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে শিল্পী-নির্মাতা ও কলাকুশলীদের সম্মিলিত জোট ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।
গত ৩০ নভেম্বর তারা জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৫ দফার দাবিতে মহাসমাবেশ করেন। এতে শেষের দাবিটি ছিল এমনটাই। এরপর এফটিপিও আরও ৮টি দাবি উপস্থাপন করেছে।
৫ দফাগুলো হলো-
দেশের বেসরকারি টিভি চ্যানেলে বাংলায় ডাবকৃত বিদেশি সিরিয়াল/অনুষ্ঠান প্রচার বন্ধ করতে হবে।

টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ ক্রয় ও প্রচারের ক্ষেত্রে ক্লায়েন্ট/এজন্সির হস্তক্ষেপ ব্যতিত চ্যানেলের অনুষ্ঠানসংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে।
টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এ.আই.টির নূন্যতম ও যৌক্তিক হার পুনঃনির্ধারণ করতে হবে।
দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করতে হবে। বিশেষ প্রয়োজনে কাজ করতে হলে, সরকারের অনুমতি এবং সংশ্লিষ্ট সংগঠনসমূহে নিবন্ধিত হতে হবে।
ডাউন্ডলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:২১   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ