বঙ্গবন্ধু সেতুতে একাধিক ট্রাকের সংঘর্ষ, নিহত ১

Home Page » সারাদেশ » বঙ্গবন্ধু সেতুতে একাধিক ট্রাকের সংঘর্ষ, নিহত ১
সোমবার, ২ জানুয়ারী ২০১৭



41.jpgবঙ্গ-নিউজঃ  টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন বিভিন্ন স্থানে অন্তত ১৫টি ট্রাকের সংঘর্ষ ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে বেশ ক’টি দুর্ঘটনাস্থলের একটিতে অন্তত সাতটি ট্রাকের সংঘর্ষ ঘটলে অজ্ঞাত এক ট্রাক চালকের মৃত্যুসহ অন্তত সাতজন আহত হন বলে জানা যায়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাবুর রহমান বাংলা ট্রিবিউনকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সোমবার সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা থেকে তিনশ গজ দূরত্বের মধ্যে ঢাকাগামী লেনে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। অপর একটি ট্রাক বিকল সেই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাছাকাছি বিভিন্ন স্থানে ১৫টি ট্রাকের সংঘর্ষ ঘটে। দূর্ঘটনার পরপরই বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সেতুর দুই পারের সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ফলে উত্তরবঙ্গ ও ঢাকাগামী পরিবহনগুলো আটকা পড়ে মহাসড়কের যানজটের সৃষ্টি হয়। এছাড়াও বিকল ট্রাকগুলো সরিয়ে নিতে দীর্ঘ সময় লাগায় সেতুর উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারন যাত্রীরা।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাবুর রহমান জানান, সকাল ৭ টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা থেকে ৩০০ গজ দুরে বিকল একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এ ভাবে একে একে ১৫ টি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই এক ট্রাক চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর সেতুতে ২ ঘন্টা টোল আদায় বন্ধ ছিলো। এতে করে সেতুর দুই পাশে কিছুটা যানজটের সৃষ্টি হয়। তবে সকাল সাড়ে ৯টার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।’

ঘন কুয়াশা ও সেতুতে লাইটগুলো বন্ধ থাকায় দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন ওসি আসাবুর রহমান।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের প্রকৌশলী মো. ওয়াশিম আলীর কাছে বঙ্গবন্ধু সেতুতে স্থাপিত ওয়েদার মেশিনে (যন্ত্র) ঘনকুয়াশার বিষয়টি ধরা পড়লেও যানচলাচল বন্ধ রাখা উচিত ছিলো কিনা জনাতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

জানা যায়, এ দুর্ঘটনার পর সেতুতে ২ ঘন্টা টোল আদায় বন্ধ থাকে।

যানবাহনের ধীরগতি

একদিকে কুয়াশা, অপরদিকে সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু সেতুর দুই পাড়ে যান চলাচলে যারপরনাই ধীরগতির সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ভোর ৬টার দিকে সেতুর পূর্বপাড়ে টোল প্লাজার অদূরে উত্তর লেনে উত্তরবঙ্গগামী থেকে ঢাকাগামী একাধিক ট্রাক পেছনে পেছনে ধাক্কা খায় বলে অভিযোগ পাওয়া যায়। এতে অজ্ঞাত পরিচয়ের এক ট্রাক চালক নিহত হন। সেতু পশ্চিম থানার ওসি দাউদ আহম্মেদ জানান, সেতুর পূর্ব পারে দুর্ঘটনার কারণে ঢাকা অভিমুখে যানবাহনের ধীর গতিতে এগোচ্ছে।

বিবিএ নিয়ন্ত্রিত সেতু রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানের ট্রাফিক কন্ট্রোল ম্যানেজার বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এএসএম শহীদুজ্জামান বলেন, ঘন কুয়াশায় সেতুর পূর্ব পারে তিন থেকে চারটি ট্রাকের ধাক্কায় এক চালক নিহত হলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যান চলাচল বাধাগ্রস্ত হয়।

সকাল সাড়ে ৯টার পর অবস্থা স্বাভাবিক হতে থাকে। সেতুর পূর্বথানা পুলিশ লাশ উদ্ধার করলেও পরিচয় মেলেনি।

বাংলাদেশ সময়: ১৫:২২:৩৪   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ