হেলিকপ্টারে সুন্দরগঞ্জ পৌঁছেছে লিটনের মরদেহ

Home Page » সারাদেশ » হেলিকপ্টারে সুন্দরগঞ্জ পৌঁছেছে লিটনের মরদেহ
সোমবার, ২ জানুয়ারী ২০১৭



31.jpgবঙ্গ-নিউজঃ  সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মরদহবাহী হেলিকপ্টারটি উপজেলার বামুনডাঙ্গায় অবতরণ করেছে বলে জানা যায়।

বাংলাদেশ বিমান বাহিনীর এই হেলিকপ্টার সোমবার দুপুর ১টা ১৬ মিনিটে বামুনডাঙ্গার একটি ফাঁকা জমিতে অবতরণ করে বলে বাংলা ট্রিবিউনকে জানান সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল ইসলাম।

তিনি আরও জানান, এখান থেকে মরদেহটি নিহতের নিজ বাড়িতে নেওয়া হবে। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহটি বাড়িতে রাখা হবে। বিকালে নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার সকালে এমপি লিটনের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামের বাড়িতে শোকের মাতম দেখা যায়। প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা উপক্ষো করে এমপির বাড়িতে আত্মীয়-স্বজনসহ আশপাশ ও দূর-দুরান্তের লোকজন ছুটে আসে। এখন শুধু লাশের অপেক্ষায় রয়েছেন।

এর আগে ঢাকা সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এমপি লিটনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতের প্রতি শেষ ফুলেল শ্রদ্ধা জানান।

আগের দিন, রবিবার, নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বোন তাহমিদা কাকলী বাদী হয়ে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন এমপি লিটন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৫:১৮:২৭   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ