এমপি লিটনের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » এমপি লিটনের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
সোমবার, ২ জানুয়ারী ২০১৭



51.jpgবঙ্গ-নিউজঃ  জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা পড়ান জাতীয় সংসদের ইমাম মাওলানা নুরুল ইসলাম। সোমবার সকাল ১০টার পর এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় সরকারের সিনিয়র মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের লাশের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এর আগে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সারওয়ার হোসেন শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জহাঙ্গীর কবীর নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক, নৌ-পরিবহনমন্ত্র শাহজাহান খান উপস্থিত ছিলেন।

এরপর সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের পক্ষে তার দলের হুইফ নুরুল ইসলাম ওমর শ্রদ্ধা জানান।

জানাজার আগে মরহুমের পরিবার ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখা হয়। তারা দাবি করেন, ‘জামায়াত শিবিরের চক্রান্তে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গাইবান্ধায় এমপি লিটন ছিলেন জামায়াত শিরিরের আতঙ্ক। তিনি তার সুন্দরগঞ্জে জামায়াতের আমির গোলাম আজমকে নামতে দেননি। এটাই ছিল তার বড় দোষ।’

পরিবারের পক্ষ থেকে লিটনের সব সম্পত্তি জামায়াত শিবির নির্মূলে ব্যয় করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পরে মরহুমের শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী ও স্পিকার অংশ নেন।

বাংলাদেশ সময়: ১০:৪৫:০৬   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ