ইস্তাম্বুল হামলা: মৃতের সংখ্যা বেড়ে ৩৯

Home Page » প্রথমপাতা » ইস্তাম্বুল হামলা: মৃতের সংখ্যা বেড়ে ৩৯
রবিবার, ১ জানুয়ারী ২০১৭



istanbul-attack-39-died.jpgবঙ্গ-নিউজঃ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের এক নাইটক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক। নতুন বছর বরণের এক আয়োজনে এ হামলার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গিয়েছিলো, সান্তা ক্লজের সাজে ক্লাবে ঢোকা এক ব্যক্তি এই নৃশংস হামলা চালান। নতুন খবরে জানা গেছে, সান্তা ক্লজের সাজে নয়, বরং কালো ওভারকোট পরিহিত এক ব্যক্তি এই হামলা চালিয়েছেন। পুলিশ তার খোঁজে অভিযান চালাচ্ছে।

জানা গেছে, নিহতদের মধ্যে ১৫ থেকে ১৬জন বিদেশি ছিলেন। এ ছাড়া নাইটক্লাবের তিনজন কর্মীও মারা গেছেন। এ ছাড়া প্রাণ হারানো অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

হামলা থেকে বেঁচে যাওয়া লোকজন বলছেন যে, কালো ওভারকোট পরা এক ব্যক্তি প্রথমে পুলিশদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এরপর বেসামরিক লোকদের উপর নির্বিচারে গুলি ছুড়তে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে বহু মানুষ ক্লাবের ফ্লো পড়ে যান।

ইস্তাম্বুলের প্রাদেশিক গভর্নর মনে করছেন, এ ঘটনা পূর্বপরিকল্পিত এবং এটি একটি সন্ত্রাসী ঘটনা। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

২০১৬ সালে তুরস্কে অন্তত ছয়টি বড় ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটে। এতে বহু মানুষের প্রাণহানী হয়। সর্বশেষ কয়েকদিন আগে তুরস্কে নিযুক্ত রাশিয়ান রাষ্টদূত এক সন্ত্রাসীর গুলিতে মারা যান।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:১৩   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ