সান্তা ক্লজের সাজে হামলা, তুরস্কের নাইটক্লাবে নিহত ৩৫

Home Page » প্রথমপাতা » সান্তা ক্লজের সাজে হামলা, তুরস্কের নাইটক্লাবে নিহত ৩৫
রবিবার, ১ জানুয়ারী ২০১৭



attack-in-turkey-night-club-35-died.jpgবঙ্গ-নিউজঃ তুরস্কে নতুন ইংরেজি বছরের প্রথম প্রহর উদযাপনকালে হামলার শিকার হয়েছেন একটি নাইট ক্লাবের খদ্দেররা। এতে প্রাণ হারিয়েছন ৩৫ জন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। তুর্কি সরকার জানাচ্ছে, সান্তা ক্লজের সাজে এসে এক ব্যক্তি এই হামলা চালান।জানা গেছে, হামলাকারী প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এরপর বেসামরিক লোকদের গুলি করেন তিনি।

গুলির শিকার হওয়া বেশ কয়েকজন ঘটনাস্থলেই প্রাণ হারান। কয়েকজন মারা যান হাসপাতালে। অন্যান্য আহতের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

ঘটনাস্থলের আঞ্চলিক গভর্নর এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। যদিও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনো নীরব তুরস্কের গণমাধ্যমগুলো।

জানা গেছে, ঘটনার সময় নাইট ক্লাবটিতে অন্তত ৭০০ জন খদ্দের ছিলো। শহরের বিভিন্ন এলাকা থেকে সেখানে এসে নতুন বছর বরণ করার উৎসব করছিলেন তারা। এর আগেও প্রতি বছর ক্লাবটিতে নতুন বছর বরণের এমন অনুষ্ঠান হয়ে এসেছে। স্থানীয়দের কাছে নাইট ক্লাবটি বেশ জনপ্রিয় বলে জানা গেছে।

নতুন বছর উদযাপনর অনুষ্ঠানে এ ধরনের কিছু ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছিলো। ফলে তুরস্কজুড়ে নেয়া হয়েছিলো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তারপরও সব নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি এই রকম একটি নৃশংস ঘটনা ঘটে গেলো।

বাংলাদেশ সময়: ১৪:১৮:১৭   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ