রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে এনবিআর

Home Page » জাতীয় » রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে এনবিআর
বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬



61.jpgবঙ্গ-নিউজঃ এনবিআরকর অনিয়মে জড়িত সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, বকেয়া রাজস্ব আদায়ের জন্য প্রয়োজনে সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন দু’টি সংস্থা পেট্রোবাংলা ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর বকেয়া পাওনা আদায়ের জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাজস্ব সংগ্রহ সংক্রান্ত অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক মাসিক সভায় তিনি এ কথা বলেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের সদস্যরা ছাড়াও মাঠ পর্যায়ের আয়কর বিভাগের সংশ্লিষ্ট কমিশনাররা উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, এনফোর্সমেন্ট মাসে (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি) রাজস্ব ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা নিয়মমাফিক কর দেবেন, তাদের জন্য ফুলের শুভেচ্ছা আর ফুলের সম্ভাষণ। আর যারা ফাঁকি দেবেন, তাদের জন্য বাঘের থাবা। রাজস্ব ফাঁকি রোধে কর্মকর্তাদের আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর কর্মকর্তাদের বকেয়া কর আদায়ে প্রয়োজনীয় নির্দেশনা কঠোরভাবে পরিপালন করতে হবে।
সভায় আয়কর সংগ্রহে আয়কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান। বিশেষ করে পেট্রোবাংলা ও বিপিসি’র কাছ থেকে বকেয়া রাজস্ব আদায়ের ক্ষেত্রে গুরুত্বারোপ করা হয়।
প্রসঙ্গত, আর্ন্তজাতিক তেল কোম্পানি (আইওসি) উৎপাদিত গ্যাস বিতরণের বিপরীতে পেট্রোবাংলার আওতাধীন চারটি গ্যাস বিতরণ কোম্পানির কাছে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ এনবিআরের ৩০ হাজার ৮৫৮ কোটি টাকা পাওনা হয়েছে।

এই চারটি গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান হলো- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অপরদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছে ভ্যাট বাবদ জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা রয়েছে ২ হাজার ১৮ কোটি টাকা।

সভায় কর বিভাগের আওতাধীন সার্কেল ভিত্তিক ৫০ জন করদাতার বিগত ৩ বছরের কর প্রদানের প্রবৃদ্ধি পর্যালোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ৩:০৯:৪৮   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ