চোখ জুড়ানো বাহারি পাখির মেলা

Home Page » এক্সক্লুসিভ » চোখ জুড়ানো বাহারি পাখির মেলা
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬



বঙ্গ-নিউজঃ 41.jpgচারিদিকে যেন পাখির মেলা। কি নেই এখানে। উদয়ী ধলাচোখ, ভোমরা ছোটন, বেগুনি মৌটুসি, লক্ষী পেঁচা। আছে ইউরেশীয় সিঁথিহাঁস, বন খঞ্জন, ল্যাঞ্জা রাতচরা, শঙ্খ চিল, বহুরূপী শিকরে ঈগল, হট্টিটি, দল লিপি। আরও আছে পাতি কেস্ট্রেল, নিরল প্রিনা, পাতি সবুজতাউরা, খয়রামাথা গাঙচিল।

শুধু এগুলোই নয়, তিলা নাগঈগল, কালোমুখ প্যারাপাখি, নেউ পিপি, লাল মুনিয়া সহ আরও আছে বাহারি নামের অসংখ্য পাখি। নগরীর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে গেলেই দেখা মিলবে এসব চোখ জুড়ানো বাহারি রঙের পাখির।

‘বার্ডস অব বাংলাদেশ’ শিরোনামে শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে চলছে তিনদিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনী। চিটাগাং বার্ড ক্লাব এ তৃতীয় বার্ষিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

আয়োজক সূত্র জানায়, পাখির প্রতি মানুষের আকর্ষণ যেন বৃদ্ধি পায় সে উদ্দেশেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পাখি সংরক্ষণের মাধ্যমে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। এজন্য পাখি শিকারের মতো জঘন্য কাজ বন্ধ করতে হবে। এসব বিষয়ে সচেতনতা তৈরির জন্যই এই প্রদর্শনী।

প্রদর্শনীতে ২৭ জন ফটোগ্রাফারের তোলা দেশিয় প্রজাতির ৫০টি পাখির ছবি স্থান পেয়েছে। সচেতনতামূলক এই প্রদর্শনী চলবে শনিবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত। যা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে বৃহস্পতিবার তিন দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন চিটাগাং বার্ড ক্লাবের চিফ এডভাইজার ড. মহিউদ্দিন এ. সিকদার, প্রেসিডেন্ট মাসুদুর রহমান মামুন, অধ্যাপক মো. মনজুরুল কিবরিয়া। এসময় তারা পুরো প্রদর্শনী ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৫:০৬:১৬   ৬৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ