জাতীয় নির্বাচনও ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ হবে

Home Page » প্রথমপাতা » জাতীয় নির্বাচনও ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ হবে
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬



obaydul-kader-the-minister.jpgবঙ্গ-নিউজঃ অনেক আলোচনা-সমালোচনা আর উত্তাপের মধ্য দিয়ে শেষ হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন। শেষ পর্যন্ত বড় ধরণের কোন দুর্ঘটনা, মারামারি বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হয়েছে নির্বাচন। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে মূলত গণতন্ত্রের বিজয় হয়েছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মতো জাতীয় নির্বাচনও ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ হবে।’২২ ডিসেম্বর বৃৃহস্পতিবার নাসিক নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে। শেষ পর্যন্ত ভোট গ্রহণ এবং গণনা নিয়ে উভয় শিবির তাদের সন্তুষ্টির কথা জানান। এরপরই সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘আইবিএ’ বিভাগের সুবর্ণ জয়ন্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনী সভায় এসব কথা বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা বলেন, ‘বিএনপিকে বলছি, আপনারা এলে আগামী জাতীয় সংসদ নির্বাচনও এরকম অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে করা হবে। আমরা কথা দিচ্ছি জাতীয় সংসদ নির্বাচনও ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ করা হবে। কিন্তু আপনারা যদি নির্বাচনে অংশ না নেন তাহলে কিসের জন্য কার জন্য ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচন আয়োজন করবো?’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি শান্তিপূর্ণ নির্বাচনের উদাহরণ বলে মন্তব্য করেন তিনি। আর এই নির্বাচন অনুষ্ঠানের পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বারবার বলেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠ এবং নিরপেক্ষ করতে হবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন তিনি। মূলত তার নির্দেশেই গণতন্ত্রের বিজয় হয়েছে।’

প্রসঙ্গত, শেষ খবর পাওয়া পর্যন্ত আইভীতেই আস্থা রেখেছেন নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জের মোট ১৭৪টি ভোটকেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ফল পাওয়া গেছে ১৭৪টিরই। তাতে সেলিনা হায়াত আইভী পেয়েছেন এক লক্ষ ৭৪ হাজার ৬০২ ভোট আর সাখাওয়াত পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট। ফলে বেসরকারিভাবে আবারো মেয়র নির্বাচিত হলেন সেলিনা হায়াৎ আইভী।

বাংলাদেশ সময়: ৮:৩৯:৩৬   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ