ভোটগ্রহণ শেষ: অপেক্ষা এখন ফলাফলের

Home Page » মুক্তমত » ভোটগ্রহণ শেষ: অপেক্ষা এখন ফলাফলের
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬



election-narayanganj-city-corporation.pngবঙ্গ-নিউজঃ শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। ধারণা করা হচ্ছে রাতের মধ্যেই জানা যাবে ফলাফল। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের মধ্যে।বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। দুই প্রধান প্রার্থী নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং নির্বাচন নিয়ে তাদের প্রতিক্রিয়া জানান। এই নির্বাচন নিয়ে ছোটখাট কিছু অভিযোগ করলেও সামগ্রিকভাবে নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দুই প্রার্থী।

আলোচিত এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিলো প্রায় পাঁচ লাখ ভোটারের। কিন্তু কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো প্রত্যাশার চেয়ে কম। দুই প্রার্থীই এমন কথা বলেছেন।

বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান অভিযোগ করে বলেছেন যে, কোনো চাপ বা ভয়ের কারণে ভোটাররা হয়তো ভোট দিতে আসছেন না। ঠিক কী চাপ বা ভয়ের কারণে এমন হতে পারে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

এই নির্বাচন কতোটা নির্বিঘ্ন ও সুষ্ঠু হবে, তা নিয়ে সংশয় ছিলো। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ হাজার সদস্যের অংশগ্রণের ফলে নির্বাচনে তেমন কোনো ঘটনা ঘটেনি। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

নির্বাচনের আগে দুই প্রধান দলই তাদের প্রার্থীর বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আশাবাদ ব্যক্ত করেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন যদি সুষ্ঠু হয়, তবে তাদের প্রার্থীর বিজয় নিশ্চিত। রিজভী বলেছিলেন যে, নারায়ণগঞ্জে ভোট বিপ্লব হবে।

শেষ পর্যন্ত হাসি কার মুখে থাকবে, কয়েক ঘণ্টা পরই তা জানা যাবে। ভোটগণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বেসরকারিভাবে ভোটের ফলাফল জানাবেন রিটার্নিং অফিসার। এরপর সরকারিভাবে নির্বাচিত হবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন মেয়র।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৪১   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মুক্তমত’র আরও খবর


পাণ্ডুলিপি প্রকাশনের বাইশটি বছর : সোনালি অভিযাত্রায় স্বর্ণালি পালক মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল)
দেশ ছাড়ছেন, তবু রাশিয়ানরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে না ?
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা: শেষ পর্ব- স্বপন কুমার চক্রবর্তী
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা: পর্ব-২: স্বপন চক্রবর্তী
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা -স্বপন চক্রবর্তী
১৫ হাজার রুশ সেনার মৃত্যু: উইলিয়াম বার্নস
প্রধানমন্ত্রী পুত্র-কন্যা সহ সেতু পারি দিয়ে গোপালগঞ্জ গেলেন
ঐতিহাসিক ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ: প্রধানমন্ত্রী
শনিবার দেশে আনা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর লাশ
জাতীয় কবি কাজী নজরুলের ১২৩তম জন্মবার্ষিকী

আর্কাইভ