নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনে গুলি চালানো হবে-ডিআইজি

Home Page » প্রথমপাতা » নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনে গুলি চালানো হবে-ডিআইজি
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬



narayanganj-city-corporation.pngবঙ্গ-নিউজঃঘনিয়ে আসছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দিনক্ষণ। এরই মধ্যে নির্বাচন সুষ্ঠু নিরবচ্ছিন্ন এবং নিরপেক্ষ রাখতে সবধরনের পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুল হক নুরুজ্জামান ঘোষণা দিয়েছেন, নাসিক নির্বাচনে ভোটকেন্দ্রে কোন ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা হলে গুলি চালানো হবে। পুলিশ সদস্যদের এমন নির্দেশনাই দেয়া হয়েছে।২০ নভেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন সংলগ্ন এলাকায় গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। ডিআইজি বলেন, ‘নাসিক নির্বাচনে কেউ বা কোন সন্ত্রাসী যদি ভোটকেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই কিংবা জনগণের জান-মালের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করেন তাহলে গুলি ছুড়বে পুলিশ।’

তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে সবধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। বিশৃঙ্খলা দেখে যদি কোন পুলিশ সদস্য গুলি না করেন তাহলে সেই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অতিরিক্ত ফোর্স দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনাররা চাইলে আরও ফোর্স দেয়া হবে।’ তিনি জানান, নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে সাড়ে নয় হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে আমরা কাজ করছি। কে সরকার দলের লোক বা কারা বিরোধী দলের লোক এটা দেখার একদম সময় নেই। নির্বাচনকে যারা বিশৃঙ্খলা বা ভোটে বিঘ্ন ঘটাবে তাদের শাস্তির আওতায় আনা হবে। পুলিশ সদস্যরা সকলকে সম্মান দিয়ে তাদের কাজ করে যাবে। আশা করছি সকলেই সহযোগিতা করবেন।’

বাংলাদেশ সময়: ২১:৫৮:২০   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ