রুশ রাষ্ট্রদূতের খুনির পরিবারের ছয় সদস্য গ্রেপ্তার

Home Page » প্রথমপাতা » রুশ রাষ্ট্রদূতের খুনির পরিবারের ছয় সদস্য গ্রেপ্তার
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬



russian-ambassador-killid-in-turkey1.jpgবঙ্গ-নিউজঃ তুরস্কে নিহত রাশিয়ান রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভের খুনির পরিবারের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে আংকারার পুলিশ। এর মধ্যে খুনি মেভলুট মেরট আলেন্টিটাসের মা, বাবা, বোন, চাচাসহ আরও দুইজন পারিবারিক সদস্য রয়েছেন।এছাড়া এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে সন্দেহে আলেন্টিটাসের ফ্ল্যাটের রুমমেটকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

আন্দ্রে কার্লোভের হত্যার ব্যাপারে কোনোরকম ছাড় দেয়া হবে না বলে নিশ্চিত করেছে তুরস্কের পুলিশ। তারা বলছে, এই হত্যাকাণ্ডের সাথে দেশটির বিদ্রোহি নেতা ফেতুল্লাহ গুলেনের যোগসাজশ থাকতে পারে।

এদিকে গ্রেপ্তারকৃত আলেন্টিটাসের চাচা অতীতে এক সময় তুরস্কে গুলেন স্কুলের একজন সিনিয়র নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর আবার ছেড়ে দেয়া হয়। এই ব্যাপারে সঠিক তদন্ত চালানো হচ্ছে নিশ্চিত করে পুলিশ কর্তৃপক্ষ জানায়, নির্দোষ কাউকেই হয়রানি করা হবে না।

উল্লেখ্য, গতকাল তুরস্কের এক আর্ট গ্যালারিতে হামলার শিকার হয়ে মারা যান সে দেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভ। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। পরে হামলাকারীও পুলিশের গুলিতে মারা যান। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারী পুলিশেরই এক সদস্য। তবে ঘটনার সময় তিনি ডিউটিরত ছিলেন না।

আর্ট গ্যালারিতে চিত্র প্রদর্শনের সময়ই মূলত হামলার শিকার হন কার্লোভ। তাকে খুব কাছে থেকে গুলি করা হয়। ঘটনার পরপরই দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করা হয়েছে।

তুরস্কের সংবাদ মাধ্যমগুলো বলছে, আর্ট গ্যালারির চিত্র প্রদর্শনীর এক পর্যায়ে বক্তব্য দিচ্ছিলেন আন্দ্রে কার্লোভ। এ সময় স্যুট- টাই পরা এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে এলোমেলো গুলি করতে থাকে।

সংবাদ মাধ্যমগুলো বলছে, হামলার সময় হামলাকারী বারবার বলছিলো, ‘আলেপ্পোকে ভুলে যেয়ো না, সিরিয়াকে ভুলে যেয়ো না

বাংলাদেশ সময়: ২১:০৬:০৫   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ