নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের আহ্বান বি. চৌধুরীর

Home Page » প্রথমপাতা » নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের আহ্বান বি. চৌধুরীর
সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬



4.jpgবঙ্গ-নিউজঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীবিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনকালীন একটি জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। রবিবার বিকালে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘জাতীয় জীবনে বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

বি. চৌধুরী বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতিকে শ্রদ্ধা ও সম্মান করি। তার সাংবিধানিক সীমাবদ্ধতাও বুঝি, তবে সেই হিসেবে প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ এই দুইটি ব্যাপারে তার সম্পূর্ণ স্বাধীনতা আছে, সংবিধান এটাই বলে।’
অন্যান্য ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে রাষ্ট্রপতিকে কাজ করতে হয় উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘সেই হিসাবে নির্বাচন কমিশনার নিয়োগেও তাকে অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হবে। কাজেই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা ফলপ্রসূ করতে হলে রাষ্ট্রপতি অনুগ্রহ করে প্রধানমন্ত্রী এই ব্যাপারে কি পরামর্শ দিয়েছেন তা আমাদের জানালে আমরা আলোচনা করতে পারি।’
বিকল্পধারার প্রধান আরও বলেন, ‘ঐতিহাসিকভাবে আমরা এও জানি, যতবার দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ততবারই নির্বাচনের ফলাফল মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে এখন আর নাই সেহেতু অন্যপথ অবলম্বন করতে হবে।’

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদল, মাহবুব আলী, বেগ মাহাতাব, ওয়াসিমুল ইসলাম, মঞ্জুর রাশেদ, মাহফুজুর রহমান, আইনুল হক, নূরুল ইসলাম নূরু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:২১:২২   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ