সংলাপ শুরুর আগেই সফলতা নিয়ে ওবায়দুল কাদেরের সংশয়

Home Page » জাতীয় » সংলাপ শুরুর আগেই সফলতা নিয়ে ওবায়দুল কাদেরের সংশয়
রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬



2.jpgবঙ্গ-নিউজঃ রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) নিয়ে আজ বৈঠকে বসবে বিএনপি। তবে সংলাপ শুরুর আগেই তার সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সালিশ মানি তালগাছটা আমার-এই যদি বিএনপির নীতি তাহলে আজকের সংলাপ সফল হবে না। তাদেরকে বাস্তবসম্মত মনোভাব নিয়ে থাকতে হবে। সরকারের পক্ষ থেকে আমাদের কাছে মনে হয় মহামান্য রাষ্ট্রপতি আমাদের অভিভাবক। তিনি অনেক উদার প্রকৃতির মানুষ। তিনি তার দায়িত্ব যথাযতভাবে পালন করবেন।’

রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির অতীত সংলাপের ‘অভিজ্ঞতা’ সুখকর নয় জানিয়ে কাদের বলেন, ‘অভিজ্ঞতা সুখকর নয়। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান যখন তাদের ডেকেছিলেন তখন তারা গিয়েছিলেনও। তখন তাদের মন মতো হয়নি।’

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ সংশয় প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা আজকে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সংলাপের জন্য। ৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি যদি গণভবনে যেত তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন হতে পারতো।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরামান্য রাষ্ট্রপতিকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, রাষ্ট্রপতি বিএনপিকে ডেকেছেন নির্বাচনী সংলাপের জন্য।’

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, ‘ক্ষমতায় আসার রাজনীতি যারা করে, এই যাদের মন-মানসিকতা তাদের জন্য সমর্থনের পাল্লা ক্রমেই সংকোচিত হবে। বিএনপি আজ কি চায় সেটা তারা নিজেরাও জানে না। তারা ক্ষমতা চায়?’

বিজয় দিবসের আলোচনা সভায় সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮:১৯:০২   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ