অভিনয়ের পিপাসা থেকে খলনায়িকা মুনমুন

Home Page » বিনোদন » অভিনয়ের পিপাসা থেকে খলনায়িকা মুনমুন
রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬



photo-1481962551.jpgবঙ্গ-নিউজঃ মিজানুর রহমান মিজানের পরিচালনায় ‘রাগী’ ছবিতে খল চরিত্রে অভিনয় করছেন একসময়ের আলোচিত নায়িকা মুনমুন। গতকাল শুক্রবার উত্তরার একটি শুটিং হাউজে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। শুটিংয়ে দেখা যায় মুনমুন অভিনয় করছেন এক প্রতাপশালী ও দুর্নীতিবাজ মন্ত্রীর ভূমিকায়। ছবিতে মুনমুনের বোনের চরিত্রে অভিনয় করবেন নতুন নায়িকা অধরা খান।পরিচালক মিজানুর রহমান বলেন , ‘গত ২৭ আক্টোবর উত্তরার তিনশত ফিটে ছবির মহরত ও শুটিং করি। সেখানে কয়েকটি ফাইটিং দৃশ্যের শুটিং করেছি। এখন শুরু করেছি সিক্যুয়েন্সের কাজ। উত্তরায় মুনমুন ম্যাডামের কিছু সিক্যুয়েন্স করছি। এরপর গাজীপুরে বাকি কাজ করব।’

মুনমুন  বলেন, ‘এই ছবিতে আমি খল চরিত্রে অভিনয় করছি। এর আগেও আমি দুটি ছবিতে খল চরিত্রে কাজ করেছি। প্রথম খলচরিত্রে কাজ করি ডিপজল ভাইয়ের একটি ছবিতে, নামটা মনে করতে পারছি না। এরপর মান্না ভাইয়ের ‘মাসুদ রানা এখন ঢাকায়’ ছবিতে খলচরিত্রে কাজ করেছি। এই ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো নেগেটিভ চরিত্রে কাজ করতে যাচ্ছি। এর মধ্যে আমি বেশ কয়েকটি ছবিতে ভালো চরিত্রের অফার পেয়েছি, কিন্তু সেগুলো ফিরিয়ে দিয়েছি। কারণ আমি আসলে খল চরিত্রে অভিনয় করতে চাই। এই ছবিটা মুক্তি পাওয়ার পর আশা করি পরিচালকরা ভাববেন খল নায়িকা মুনমুনকে নিয়ে। আমি আগামীতে খল নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই।’

হঠাৎ করে খল চরিত্রের প্রতি কেন আগ্রহী হলেন মুনমুন? উত্তরটা তৈরিই ছিল মুনমুনের, ‘আমি নায়িকা হিসেবে দীর্ঘ সময় কাজ করেছি। আমার ছবি দর্শক পছন্দ করেছে। মাঝখানে বিরতি নিয়েছি, স্বামী সংসারে সময় দিয়েছি। এখন আবারও ছবিতে কাজ করার জন্য চেষ্টা করছি। বেশ ভালো সাড়াও পাচ্ছি। আর খল চরিত্রে কাজ করার ইচ্ছা হচ্ছে কারণ এখানে অভিনয় করার সুযোগ আছে। নায়িকা হিসেবে কাজ করলে কিছু নাচ গান আর প্রেম করা ছাড়া কোনো কাজ থাকে না ছবিতে। কিন্তু খল চরিত্রে অভিনয় করার সুযোগ থাকে অনেক বেশি। আমি তো অভিনয় ভালোবাসি। তখনকার পরিচালকরা যেমন কাজ পারতেন, তেমন কাজই করিয়েছেন, কিন্তু অভিনয় করার যে পিপাসা নিয়ে এসেছিলাম সেই পিপাশা তো এখনো মেটেনি। তাই নিজের অভিনয় পিপাশা মেটাতে খল চরিত্রে অভিনয় করতে চাই।’

ছবিতে অধরা, মুনমুন, ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর ও নবাগত আবির।

বাংলাদেশ সময়: ১৬:১৯:১৩   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ