নিজেকে সেরা মনে করেন না কোহলি নিজেই!

Home Page » ক্রিকেট » নিজেকে সেরা মনে করেন না কোহলি নিজেই!
রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬



virat-insists-he-is-not-better-then-smith-root-and-williamson.jpgবঙ্গ-নিউজঃ বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানদের তালিকা করলে অনেকেই তার নামটা রাখবেন সবার উপরে। কিন্তু ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি নিজেকে অতোটা উঁচুতে রাখছেন না। অন্তত টেস্ট ক্রিকেটে নয় কিছুতেই। ভারত অধিনায়ক মনে করেন, টেস্টে তার চেয়ে ভালো ব্যাটসম্যান স্টিভেন স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসনরা।আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে এক নম্বর টেস্ট ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার অধিনায়ক এই জায়গাটা পেয়েছেন নিজের যোগ্যতাতেই। কিন্তু কোহলিও তার পিছিয়ে নন। বরং কোনো কোনো ক্ষেত্রে অস্ট্রেলীয় অধিনায়কের চেয়ে বেশি এগিয়ে ভারতীয় অধিনায়ক।

ব্যাট হাতে বোলারদের নাভিশ্বাস উঠিয়ে ছাড়লেও কোহলি কিন্তু যথেষ্টই বিনয়ী, মাঠের বাইরে তিনি নিপাট ভদ্রলোক। সেটার প্রমাণ দিয়েই যেনো সেরার প্রশ্নে তিনি বললেন, ‘আমি আমার চেয়ে ওদেরকে সেরা মনে করি। অন্তত টেস্ট ক্রিকেটে তারা বেশ ভালো। আমি গত কয়েক বছরের পারফর্মের দিকে তাকিয়েই এ কথা বলছি।’

টেস্টে স্মিথ- রুট- উইলিয়ামসনদের সেরা মনে করলেও সীমিত ওভারে কোহলি নিজেকেও দিচ্ছেন ভালো মার্ক। বলছেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে আমি ভালো করছি। কিন্তু টেস্টে এখনো আমি নিজেকে ওদের চেয়ে উপরে মনে করি না। আমার অবশ্য সে রকম কোনো লক্ষ্য থাকে না। আমি জানি আমাকে কী করতে হবে।’

বাংলাদেশ সময়: ১৬:১১:৪৫   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ