‘বিশ্বসেরা শিক্ষক’ পুরস্কারের জন্য মনোনীত বাংলাদেশের শাহনাজ

Home Page » প্রথমপাতা » ‘বিশ্বসেরা শিক্ষক’ পুরস্কারের জন্য মনোনীত বাংলাদেশের শাহনাজ
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬



shahanaj-parvin.jpgবঙ্গ-নিউজঃ ২০১৭ সালের বিশ্বসেরা শিক্ষক (বেস্ট গ্লোবাল টিচার) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বগুড়ার শেরপুরের শিক্ষিকা শাহনাজ পারভীন। তিনি শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।শিক্ষকতা পেশায় অনবদ্য ভূমিকা এবং সমাজে শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের জন্য তৃতীয়বারের মতো এই পুরস্কার দিতে যাচ্ছে লন্ডনভিত্তিক ভারকি ফাউন্ডেশন। পুরস্কারের অর্থমূল্য ১০ লাখ মার্কিন ডলার। এ ধরনের পুরস্কারের মধ্যে এটিই সবচেয়ে সম্মানজনক বলে জানা গেছে। আগামী বছরের ১৯ মার্চ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বিশ্বের ১৭৯টি দেশের ২০ হাজার আবেদনকারীর মধ্য থেকে ৫০ জন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শাহনাজ পারভীনও রয়েছেন। তবে তার সাথে যৌথভাবে রয়েছেন ভারত ও পাকিস্তানের একজন করে শিক্ষক রয়েছেন।

শাহনাজ পারভীন সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আরেকটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছেন। সেটিতে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করা হয়। এছাড়া যেসব শিশু পারিবারিক ও আর্থিক কারণে পড়াশোনা চালাতে পারে না তাদের জন্যও কাজ করেন তিনি।

প্রযুক্তি ও বিভিন্ন মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনের সাহায্যে পড়াশোনার ওপর জোর দেয়ার পক্ষে শাহনাজ পারভীন। এছাড়া শিক্ষকতা পেশায় আসা নতুন শিক্ষকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালাও আয়োজন করেন তিনি।

প্রথম বাংলাদেশী হিসেবে গ্লোবাল টিচার পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ায় খুবই আনন্দিত হয়েছেন বলে জানান ২০১৩ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক হিসেবে পুরস্কার পাওয়া এই শিক্ষক।

বাংলাদেশ সময়: ২১:০৮:৩৮   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ