আদালত: রাষ্ট্রপতিকে ‘ভুল বোঝানো হয়েছে’

Home Page » জাতীয় » আদালত: রাষ্ট্রপতিকে ‘ভুল বোঝানো হয়েছে’
সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬



high-court.jpgবঙ্গ-নিউজঃ অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা নিয়ে রাষ্ট্রপতিকে ‘ভুল বোঝানো হয়েছে’ বলে উল্লেখ করেছে আদালত। এছাড়া গেজেট প্রকাশের জন্য আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আদালত সময় বেঁধে দিয়েছেন।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের পূর্ণাঙ্গ একটি বেঞ্চ আজ সোমবার এই সিদ্ধান্ত দেন।

এই সিদ্ধান্ত দেয়ার সময় আদালতে আইন মন্ত্রণালয়ের দুই সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং মোহাম্মদ শহিদুল হক উপস্থিত ছিলেন। অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ না হওয়ায় তাদের দুজনকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছিলো।

এ ব্যাপারে আদালত অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বলেন, ‘রাষ্ট্রপতিকে ভুল বুঝানো হয়েছে। আমরা নতুন কোনো শৃংখলাবিধি করে দেইনি। আপনাদের করা বিধি সংশোধনের কথা বলেছি।

এর আগে গত ২৪ নভেম্বর অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে এক সপ্তাহ সময় দিয়েছিলেন আপিল বিভাগ।

এবার নতুন করে সময় আবেদন করায় আদালত বলেন, কেন আপনারা আবারও সময় চাচ্ছেন। গত সপ্তাহে বলেছিলেন, গেজেট প্রকাশ করতে এক সপ্তাহ সময় লাগবে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা থাকলেও তা আজও প্রণয়ন হয়নি। গত বছরের ৭ মে একটি খসড়া শৃংখলাবিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায় আইন মন্ত্রণালয়। এরপর গত ৭ নভেম্বর ওই শৃংখলাবিধির গেজেট জারি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আপিল বিভাগ। ২৪ নভেম্বরের মধ্যে গেজেট জারি করার নির্দেশনা দেয়া হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৪:১৪:৪৫   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ