ড. ইউনূসের বিরুদ্ধে নতুন তদন্ত

Home Page » জাতীয় » ড. ইউনূসের বিরুদ্ধে নতুন তদন্ত
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬



dr-yunus.jpgবঙ্গ-নিউজঃ নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসাথে ইউনূসের পরিবার ও গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।ইতোমধ্যেই এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) অন্যান্য ব্যংকগুলোতে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ব্যাপারে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে নিদের্শ পাঠিয়েছে।

নির্দেশে ড. ইউনূস, তার পরিবার এবং গ্রামীণ ব্যাংক সংক্রান্ত সব অ্যাকাউন্ট, ঋণ এবং অন্যান্য তথ্য এনবিআরকে দিতে বলা হয়েছে।

তবে এ ব্যাপারে ইউনূস সেন্টারের মিডিয়া মুখপাত্র সাব্বির ওসমানিকে ফোন করা হলে তিনি এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, আমরা এনবিআরের চাহিদামতো সবকিছুই সরবরাহ করেছি। ড. ইউনূস সবসময়ই নির্দিষ্ট সময়ে আয়কর সংক্রান্ত তথ্য দাখিল করে আসছেন।

এর আগে ২০১৫ সালে ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে ১৫ লাখ ডলার ট্যাক্স ফাঁকির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছিল এনবিআর। সেই মামলাটির ওপর এখন স্থগিতাদেশ চলছে।

এদিকে ট্যাক্সের ব্যাপারে নতুনভাবে তদন্ত করে ড. মুহম্মদ ইউনূসকে হয়রানি করা হচ্ছে- এই অভিযোগ একেবারেই উড়িয়ে দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ইউনূসের নামে যে চিঠি পাঠানো হয়েছে তা যে কোনো নাগরিককেই পাঠানো যেতে পারে। তিনি একজন সম্মানিত ব্যক্তি। তাকে হয়রানি করার প্রশ্নই আসে না।

বাংলাদেশ সময়: ০:০৬:১৬   ৫০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ