বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ ফেরত দিতেই হবে: আইনমন্ত্রী

Home Page » অর্থ ও বানিজ্য » বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ ফেরত দিতেই হবে: আইনমন্ত্রী
শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬



 

বঙ্গ-নিউজঃ  ফিলিপাইনের রিজাল ব্যাংকিং করপোরেশনকে            বাংলাদেশ ব্যাংকের      রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত দিতেই হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী          anisul-haque.jpgঅ্যাডভোকেট আনিসুল হক। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে আইনমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা ১০ লাখ মার্কিন ডলারের মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায়। আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে। শ্রীলঙ্কা থেকে দুই কোটি ডলার ফেরত পাওয়া গেছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

অর্থ উদ্ধারে ব্যবস্থা নিতে ফিলিপাইন সফর শেষে সচিবালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের  আইনমন্ত্রী জানান, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থ আদায়ে ফিলিপাইন সরকার সব ধরণের ব্যবস্থা নেবে। ফিলিপাইনের সিনেটে এ ঘটনায় স্থগিত শুনানি আবার শুরু করার আশ্বাস দিয়েছে তারা।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘আরসিবিসি (রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন) যে দায় স্বীকার করেছে আমাদের সেই যুক্তি উল্লেখ করেছি। তারাও (ফিলিপাইন সরকার) বলেছেন, আরসিবিসি যেহেতু দায় স্বীকার করেছে তাই টাকাটা তাদের ফেরত দিতেই হবে। সেক্ষত্রে আমি বলবো ফিলিপাইন সরকার এই টাকা আদায়ের ব্যাপারে তাদের সদিচ্ছা প্রকাশ করেছে। তারা সব ধরণের ব্যবস্থা নেবে।’

চুরি যাওয়া অর্থ উদ্ধারের বিষয়ে ব্যবস্থা নিতে গত ২৬ নভেম্বর আইনমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফিলিপাইন যায়। বুধবার (৩০ নভেম্বর) দলটি ফিরে আসার পর বৃহস্পতিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত হওয়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্টের  ব্যস্ততার কারণে বৈঠকটি স্থগিত হয়েছে। এর সঙ্গে চুরি যাওয়া অর্থ ফেরত না দেওয়ার কোনও সম্পর্ক নেই।’

চুরি যাওয়া বাকি অর্থ রিজাল ব্যাংক ফেরত দিতে রাজি না হওয়ার বিষয়টিকে ‘অনৈতিক’ ও ‘অযৌক্তিক’ বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১০:৫৩:৫৭   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ