চিকিৎসা শেষ না করেই আহত সাঁওতালদের নিয়ে গেল পুলিশ

Home Page » প্রথমপাতা » চিকিৎসা শেষ না করেই আহত সাঁওতালদের নিয়ে গেল পুলিশ
বুধবার, ১৬ নভেম্বর ২০১৬



1479224666.jpg

বঙ্গনিউজঃ চিকিৎসা শেষ না করেই আহত সাঁওতালদের নিয়ে গেল পুলিশদিনকাল রিপোর্ট : চিকিৎসা শেষ হওয়ার আগেই দুই সাঁওতালকে হাসপাতাল থেকে নিয়ে গেছে পুলিশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে হামলায় আহত ওই দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবারই হাইকোর্টের নির্দেশে তাদের হাতকড়া খুলে দিয়েছিল পুলিশ। পরিবারের লোকজন জানান, অসুস্থ দুজনকে গাইবান্ধা থানাহাজতে নিয়ে যাওয়ার কথা বলেছে পুলিশ। : গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া গ্রামের চরন সরেন ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুমারপাড়া গ্রামের বিমল কিসেনের জন্য হাসপাতাল থেকে ছাড়পত্র নেয় পুলিশ। পরে গাইবান্ধা জেলা পুলিশের একটি টিম সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাদের কোথায় নেয়া হচ্ছে জানতে চাইলে পুলিশের কোনো সদস্যই কোনো উত্তর দেননি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, এদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং এরা সেই মামলায় গ্রেফতার বলেই পুলিশি প্রহরায় গাইবান্ধা নিয়ে যাওয়া হচ্ছে। : গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, দুই আসামিকে আদালতে হাজির করা হবে। সে কারণেই তাদের রংপুর থেকে গাইবান্ধায় নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে চিকিৎসা শেষ না হতেই বা সুস্থ না হতেই দুই আসামিকে পুলিশ জোর করে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে নাম প্রকাশ করে কোনো মন্তব্য করতে রাজি হননি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কোনো চিকিৎসক বা কর্মকর্তা। নাম না প্রকাশের শর্তে এক চিকিৎসক জানান, চরন সরেন ও বিমল কিসেন এখনো সুস্থ নন। তাদের হাসপাতাল থেকে ছাড়পত্রও দেয়া হয়নি। পুলিশই তাদের ভর্তি করেছিল, পুলিশই তাদের নিয়ে গেল। এর আগে সোমবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে হামলায় আহত সাঁওতাল সম্প্রদায়ের তিনজনকে হাতকড়া খুলে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। গতকাল সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়-য়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ বিষয়ে রিট আবেদন করলে আদালত এ নির্দেশ দেন। একই সঙ্গে হাতকড়া পরানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন আদালত। এ সময়ের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার, রংপুর রেঞ্জের ডিআইজি ও গাইবান্ধার এসপিকে রুলের জবাব দিতে বলা হয়। গত রবিবার জাতীয় একটি দৈনিকে তিন সাঁওতালকে হাতকড়া পরিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে এ ধরনের একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি সংযুক্ত করে জ্যোতির্ময় বড়-য়া এ রিট আবেদনটি করেন। ওই তিন সাঁওতাল হলেন বিমল কিস্কু, ডিজেন টুডু ও চরন সরেন। এদের মধ্যে চোখের চিকিৎসার জন্য ডিজেন টুডুকে ঢাকায় পাঠানো হয়েছে। গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে সেখানে বাস করা প্রায় আড়াই হাজার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় বাঙালি-পুলিশ ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন সাঁওতাল আহত হন। মামলা করা হয় শতাধিক সাঁওতালের নামে। এ ঘটনায় আহত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের হাতকড়া ও কোমরে দড়ি বেঁধে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। বিষয়টি মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে রিটটি দায়ের করা হয়। : : :

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৫০   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ