জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী: অভিশংসন করা হবে ট্রাম্পকে

Home Page » এক্সক্লুসিভ » জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী: অভিশংসন করা হবে ট্রাম্পকে
সোমবার, ১৪ নভেম্বর ২০১৬



donald-trump1.jpgবঙ্গ-নিউজঃ যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবেন এমন ভবিষ্যদ্বাণী করে বিশ্বব্যাপী ‘মহানায়ক’ বনে গেছেন জ্যোতিষী অধ্যাপক অ্যালান লিখটম্যান। এই জ্যোতিষী এবার জানালেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার মেয়াদ শেষ করতে পারবেন না। নির্ধারিত সময়ের আগেই তাকে অভিশংসন করা হবে।২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে সবধরনের জনমত জরিপ আর বিশ্লেষণে হিলারি ক্লিনটন এগিয়ে থাকলেও লিখটম্যান বলেছিলেন, ‘ট্রাম্পই হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট।’ কিভাবে যেন তার কথাই সত্যি হয়েছে। এই অধ্যাপক বিগত গত ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নির্ভুল ভবিষ্যদ্বাণী করে বিখ্যাত হয়ে গেছেন। এদিকে ট্রাম্প ৪ বছর ক্ষমতায় থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন তথ্যচিত্র নির্মাতা মাইকেল মুরও।

গত সেপ্টেম্বর মাসে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে লিখটম্যান বলেছিলেন, ‘রিপাবলিকানরা সমর্থকরা ডোনাল্ড ট্রাম্পকে তাদের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না। এর প্রধান কারণ রিপাবলিকান নেতারা তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ট্রাম্প কখন যে কী করেন কিছুই বোঝা যায় না। আমার যেটা মনে হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করবেন। কিংবা দেশবিরোধী এমন কিছু করবেন যা তাকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা সুযোগ সৃষ্টি করবে।’

জানা গেছে, ওয়াশিংটনের দ্য আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অধ্যাপক লিখটম্যান। ১৯৮৪ সাল থেকে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে ভবিষ্যদ্বাণী করে আসছেন। তার গণনা এখনো ভুল হয়নি। হিলারি-ট্রাম্পের দ্বৈরথ নিয়ে তিনি ‘প্রেডিকটিং দ্য নেক্সট প্রেসিডেন্ট : দ্য কিজ টু দ্য হোয়াইট হাউস ২০১৬’ নামে একটি চমৎকার বইও লিখেছেন। যা দেশটিতে সাড়া ফেলেছে।

লিখটম্যান ছাড়াও আইন বিশেষজ্ঞ অধ্যাপক ক্রিস্টোফার পিটারসনও ট্রাম্পকে ইমপিচ করা হতে পারে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ট্রাম্পের বিরুদ্ধে নানা অপরাধের যথেষ্ট শক্তিশালী সাক্ষ্য-প্রমাণ আছে। এসব কারণও তার পদচ্যুতির কারণ হতে পারে।

মার্কিন তথ্যচিত্র নির্মাতা মাইকেল মুরও বলেছেন, আমি আগে থেকেই ট্রাম্পকে এগিয়ে রেখেছিলাম আপনারা জানেন। তবে এটাও জেনে রাখুন, নানা কেলেংকারির দায়ে হয়তো ট্রাম্প নিজেই প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবেন না হলে অভিশংসনের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত হতে হবে। এই নির্মাতা বিশ্বের প্রভাবশালী ১০০ জনের একজন। তিনি গত জুলাই মাসেই বলেছিলেন, হিলারির জনপ্রিয়তা থাকলেও প্রেসি

বাংলাদেশ সময়: ১৪:৩০:৫৪   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ