অল্প জমিতে অনেক লোকের বসতি গড়তে হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ

Home Page » জাতীয় » অল্প জমিতে অনেক লোকের বসতি গড়তে হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ
সোমবার, ১৪ নভেম্বর ২০১৬



18.jpgবঙ্গনিউজঃ পরিকল্পিত নগরায়নের মাধ্যমে অল্প জমিতে বেশি মানুষের বসবাস উপযোগী বসতি গড়ে তোলা এবং অফিস ব্যবহারের বেলায় জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সভাকক্ষে রবিবার এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আবাসন সমস্যার সমাধান করতে হচ্ছে। খাদ্য উৎপাদনের দিকেও দৃষ্টি দিতে হচ্ছে। এ অবস্থায় কৃষি জমি নষ্ট না করে আবাসন ব্যাবস্থা গড়ে তোলার প্রতি গুরুত্ব দিতে হচ্ছে। ফলে অল্প জমিতে বহুতল ভবন নির্মাণ করে অধিক লোকের বসতি গড়ে তোলার বিকল্প নেই।’
সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পাঁচ বিঘা জমিতে ২০তলা ভবন নির্মাণের জন্য প্রতিযোগিতার মাধ্যমে স্থাপত্য নকশা প্রণয়ন করা হবে। এজন্য রবিবার স্থপতি ইনস্টিটিউটের সঙ্গে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতার নকশা মূল্যায়নের জন্য পাঁচ সদস্যের একটি জুড়ি বোর্ড থাকবে। বিজয়ী তিনটি নকশাকে পুরস্কৃত করা হবে।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান ও স্থপতি ইনস্টিটিউটের সভাপতি আবু সাঈদ এম আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্থপতি ইনস্টিটিউটের সভাপতি উপজেলা পর্যায়ের বাস্তবায়নাধীন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একটি আবাসিক এলাকার নকশা প্রণয়নের আগ্রহ ব্যক্ত করলে মন্ত্রী সে বিষয়ে সম্মতি দেন।
অনুষ্ঠানে প্রধান স্থপতি কাজী গোলাম নাসির ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:১২:৫১   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ