গেইল, আশরাফুলকে ছাড়িয়ে সাব্বিরের রেকর্ড

Home Page » ক্রিকেট » গেইল, আশরাফুলকে ছাড়িয়ে সাব্বিরের রেকর্ড
রবিবার, ১৩ নভেম্বর ২০১৬



বঙ্গ-নিউজঃth-4.jpgঅপেক্ষার অবসানটা কী দারুণভাবেই না করলেন সাব্বির রহমান। দারুণ সব শটে মুগ্ধতা ছড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে পেয়েছেন নিজের প্রথম শতক। এই ইনিংসেই ছাড়িয়ে গেছেন ক্রিস গেইল ও মোহাম্মদ আশরাফুলকে।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল বুলসের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রাজশাহী কিংসের সাব্বির। বিপিএলে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রান। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে বিপক্ষে বরিশাল বার্নার্সের গেইলের ১১৬ ছিল আগের সর্বোচ্চ।

৫৩ বলে আসে সাব্বিরের শতক, হয় বাংলাদেশের ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে দ্রুততম তিন অঙ্ক ছোঁয়ার রেকর্ড। ২০১৩ সালে খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে ৫৬ বলে শতক করেছিলেন ঢাকা গ্ল্যডিয়েটর্সের আশরাফুল।

সাব্বিরের ঝড়ো ইনিংসটি গড়া ৯টি করে ছক্কা-চারে। হায়দারের বলে শেষ ছক্কাটিতে শামসুর রহমানকে পেছনে ফেলেন তিনি। ২০১৩ সালে সিলেট রয়্যালসের বিপক্ষে অপরাজিত ৯৮ রান করার পথে ৮টি ছক্কা হাঁকিয়েছিলেন রংপুর রাইডার্সের শামসুর। বাংলাদেশের কোনো ক্রিকেটারের টি-টোয়েন্টিতে সেটাই ছিল সর্বোচ্চ ছক্কা।

সাব্বির বেশি পরিচিত টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে। সেই সংস্করণে ৮৬তম ম্যাচে এসে নিজের প্রথম শতক পেলেন তিনি।

২০১০ থেকে টি-টোয়েন্টি খেলা সাব্বির ফিরতে পারতেন ১৪ রানেই। আল আমিন হোসেন সহজ ক্যাচ ফেলে দেওয়ার পর আর পিছনে তাকাতে হয়নি এই টপঅর্ডার ব্যাটসম্যানকে। এরপর দারুণ সব শট উপহার দিয়েছেন। রান তুলেছেন দ্রুত গতিতে, ৫০ ছুঁতে খেলেছেন ২৬ বল।

স্পিনার মনির হোসেনের মাথার ওপর দিয়ে হাঁকিয়েছেন ছক্কা। পেসার আবু হায়দারের বলেও একই ফল। তাইজুল ইসলামকে উড়িয়ে সীমানা পার করেছেন দুই বার।

যার হাতে জীবন পেয়েছেন সেই আল আমিনকে লংঅনের ওপর দিয়ে হাঁকিয়েছেন ছক্কা। সবচেয়ে বড় ছক্কাটা মেরেছেন দিলশান মুনাবিরার বলে।

মনিরকে দুই ছক্কা হাঁকিয়ে ৮৭ রান থেকে ৯৯ রানে পৌঁছে যান সাব্বির। হায়দারের পরের ওভারে দুই রান নিয়ে শতকে পৌঁছান সাব্বির। শতক করার পথে ৬টি চার ও ৮টি ছক্কা হাঁকান এই বিস্ফোরক ব্যাটসম্যান। বিপিএলের চলতি আসরে এটাই প্রথম শতক।

আল আমিনের বলে ক্যাচে দিয়ে শেষ হয় সাব্বির ঝড়। অসাধারণ এক ইনিংস খেলার পরও দলকে জেতাতে পারেননি তিনি। রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ৪ রানে হেরেছে রাজশাহী।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৪৩   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ