প্রাথমিক শিক্ষার্থীদের ফেসবুকে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরামর্শ

Home Page » জাতীয় » প্রাথমিক শিক্ষার্থীদের ফেসবুকে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরামর্শ
শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬



21.JPGবঙ্গনিউজঃ প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ফেসবুক লাইভের মাধ্যমে অতিরিক্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খাঁন। পাশাপাশি দেশের ৬০ শতাংশ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষার আওতায় নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত প্রাইমারী টিচার্স হসপিটাল অ্যান্ড মেডিক্যাল কলেজের শেয়ার ফরম বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শ্রম ও মঞ্জুরি কমিশনের কিউরেটর সাবেক সচিব নজরুল ইসলাম খাঁন বলেন, ‘আপনাদের প্রত্যেকের পকেটে এখন টেলিভিশন স্টেশন রয়েছে। সেটিকে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের আপনারা ফেসবুক লাইভ শেখাবেন। নিজেরাও শিখবেন। প্রত্যেক শিক্ষার্থীকে অনলাইন কানেটিভিটিতে আনতে হবে শুরু থেকেই। শুক্রবারসহ ছুটির দিনে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের এবং শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগ থাকবে শিক্ষা সংক্রান্ত পরামর্শের জন্য। অভিভাবকদের সঙ্গে শিক্ষকরা যোগাযোগ রাখবেন লাইভটিভিসহ অনলাইনে।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খাঁন বলেন, ‘দেশের ষাট শতাংশ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষার আওতায় নিতে হবে। প্রধানমন্ত্রীকে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়তে হলে দেশের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা নিশ্চিত করতে হবে।’
সরকারের সাবেক এই সচিব বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের এখন আর ভাত কাপড়ের অভাব নেই। এখন অভাব একটি। তাদের এখন চিকিৎসার প্রয়োজন। বয়স বেশি হলে আরও বেশি প্রয়োজন হবে। তাই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকসহ দেশের সাধারণ মানুষের চিকিৎসার জন্য এখান থেকে চিকিৎসক তৈরি করতে হবে।’
প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, ‘আপনাদের স্বপ্ন দেখতে হবে বড়। আপনাদের স্বপ্ন বড় হলে শিক্ষার্থীদের স্বপ্নও বড় হবে। কর্মকর্তাদের গাড়ি ও স্টিমবাথ থাকলে প্রাথমিক শিক্ষকদেরও থাকতে হবে। প্রত্যেক পিটিআইতে স্টিমবাথ ও সুইমিং পুল করতে হবে। প্রয়োজনে শিক্ষকরা টাকা দিয়ে তা ব্যবহার করবেন। শিক্ষকদের সুস্থ্ রাখতেই এ ব্যবস্থা নিতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের উদ্দেশে নজরুল ইসলাম খাঁন আরো বলেন, ‘আপনারা সরকারকে বলুন গাড়ির কারখানা তৈরি করতে। আপনারা বলুন, প্রত্যেক শিক্ষক একটি করে গাড়ি কিনবো। দেশের গাড়ি কিনে নিজের দেশকে উন্নত করব।’
শেয়ার ফরম বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খাঁন ও সংগঠনের মহাসচিব আলহাজ মো. মনছুর আলী। এছাড়া, সাংগাঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ পাটোয়ারী, যুগ্ম সম্পাদক মোতাহারুল ইসলাম, সহ-সম্পাদক শাহনাজ পারভীনসহ অন্যান্য শিক্ষক নেতারা।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী জুলাই থেকে প্রাইমারি টিচার্স হসপিটাল অ্যান্ড মেডিক্যাল কলেজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক পর্যায়ে ১০ বিঘা জমি দিয়েছেন মিরপুর ১২ নম্বরে। ইতোমধ্যে একটি প্রতিষ্ঠান থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে হাসপাতাল করার লক্ষ্যে। আর একটি শেয়ার এক হাজার টাকা দরে বিক্রি করে শিক্ষকদের কাছ থেকে তহবিল সংগ্রহ করা হয়েছে প্রায় এক কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৯:৫০:৩২   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ