বঙ্গনিউজঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় নিশ্চিত হওয়ার পর গত ৯ নভেম্বর সকাল থেকে একের পর এক টুইট করে গেছেন হিলারি ক্লিনটন। সব মিলিয়ে ওইদিন অন্তত ২০টি টুইট করেছেন তিনি। টুইটগুলোতে ট্রাম্পকে অভিনন্দন জানানোর পাশাপাশি সমর্থকদেরকে মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন। বিভক্ত আমেরিকানদের নিয়ে হতাশা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন তিনি। সুদৃঢ় ও স্বচ্ছ আমেরিকা প্রতিষ্ঠার ডাক দিয়েছেন। দেশের জন্য কাজ করতে বলেছেন। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকেও ধন্যবাদ জানান হিলারি। একদিনে হিলারির করা সেই টুইটগুলো ভাষান্তর করে নিচে তুলে ধরা হল-
আগের রাতে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানোর খবরটি নিশ্চিত করে এদিন প্রথম টুইটটি করেন হিলারি। টুইটে বলা হয়, ‘গত রাতে আমি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছি এবং আমাদের দেশের হয়ে তার সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছি’।
হিলারি টুইট
এরপর ডোনাল্ড ট্রাম্পের জন্য শুভকামনা জানিয়ে আরেকটি টুইট করেন হিলারি। টুইটে তিনি লিখেছেন, ‘আমি আশা করি তিনি সকল আমেরিকানের জন্য একজন সফল প্রেসিডেন্ট হবেন’।
নির্বাচনের ফলাফলের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে করা টুইটে হিলারি লিখেছেন, ‘আমরা যা চেয়েছিলাম তেমনটা হয়নি। আমি দুঃখিত যে আমরা যে মূল্যবোধগুলো ও লক্ষ্যগুলো বিনিময় করেছিলাম তার জন্য এ নির্বাচনে আমরা জিততে পারিনি’।
সমর্থকদের উদ্দেশ্য করে দেওয়া টুইটে হিলারি লিখেছেন, ‘আপনারা আমেরিকার সর্বোচ্চ ভালোটাকে প্রতিনিধিত্ব করেন। আর আপনাদের প্রার্থী হতে পারাকে আমি আমার জীবনের সবচেয়ে সম্মানজনক বিষয় বলে মনে করি’।
সমর্থকদের প্রতি দেওয়া আরেকটি টুইটে হিলারি লিখেছেন, ‘আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে, আমাদের প্রচারণা কেবল এক ব্যক্তি কিংবা একটি নির্বাচনের বিষয় নয়। এটি হলো যে দেশকে আমরা ভালোবাসি সে দেশের বিষয়’।
পরে হিলারির আরেকটি টুইটে উঠে আসে দেশের মানুষের মধ্যকার বিভাজনের কথা। টুইটে তিনি লিখেছেন, ‘আমরা দেখেছি, আমাদের জাতি ধারণার চেয়েও বেশি বিভক্ত। কিন্তু আমি এখনও আমেরিকায় আস্থা রাখি এবং সবসময় রাখব’।
হিলারির টুইট
এরপরে হিলারির টুইটে আবারও উঠে আসে ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ। টুইটে বলা হয়, ‘ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। আমরা খোলা মনে তার প্রতি অনুগত থাকব এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ দেব।’
সাংবিধানিক গণতন্ত্রে সবার অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে পরবর্তী টুইটে হিলারি বলেন, ‘চার বছর অন্তর নয়, বরং আমাদের সাংবিধানিক গণতন্ত্র সবসময় সবার অংশগ্রহণ দাবি করে’।
এরপর আরেকটি টুইটে হিলারি লিখেছেন, ‘নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হলো অপেক্ষাকৃত ভালো, সুদৃঢ় ও স্বচ্ছ আমেরিকা প্রতিষ্ঠান করা যা আমরা চাই। এবং আমি জানি আপনারা তা করবেন।
রানিং মেট টিম কেইনকে ধন্যবাদ জানিয়ে হিলারি আরেকটি টুইটে লিখেছেন, ‘আমাদের এ যাত্রায় অংশীদার হওয়ায় আমি টিম কেইন ও আন্নে হল্টনকে ধন্যবাদ জানাতে চাই।’
বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকেও ধন্যবাদ জানান হিলারি। টুইটারে হিলারি লিখেছেন, ‘বারাক ওবামা ও মিশেল ওবামা, আমাদের দেশ আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধুর্যপূর্ণ এবং দৃঢ় নেতৃত্বের জন্য আমরা ধন্যবাদ জানাই’।
নিজের পরিবারের সদস্যদের প্রতি ধন্যবাদ জানিয়ে হিলারি লিখেছেন, ‘বিল চেলসিয়া, মার্ক শার্লট, আইডান, আমার ভাইয়েরা এবং আমার পুরো পরিবার-তোমাদের সবার জন্য আমার যত ভালোবাসা তা পুরোপুরি প্রকাশ করে বোঝাতে পারি না।’
আরেকটি টুইটে হিলারি লিখেছেন, ‘এ পরাজয় কষ্ট দেয়। কিন্তু দয়া করে এ বিশ্বাস থেকে সরবেন না যে যা কিছু সঠিক তার জন্য লড়াই করাটা জরুরি।’
নারী ভোটারদের ধন্যবাদ জানিয়ে হিলারি লিখেছেন, ‘এ প্রচারণায় এবং আমার ওপর যারা আস্থা রেখেছেন, সেইসব নারীদেরকে বলছি-আপনাদের চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আমার কাছে গর্বের আর কিছু নেই’।
আরেকটি টুইটে হিলারি লিখেছেন, ‘আমরা এখনও সর্ব শীর্ষের এবং সবচেয়ে কঠিন ছাদটি এখনও ছুতে পারিনি। কিন্তু একদিন কেউ না কেউ সে শিখরে পৌঁছাবে।’
আমেরিকান হিসেবে গর্ববোধ করেন উল্লেখ করে হিলারি লিখেছেন, ‘দেশ থেকে যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। একজন আমেরিকান জন্ম নেওয়াকে আমি আশির্বাদ বলে মনে করি এবং প্রতিদিন তা ভাবি’।
হিলারির আরও কয়েকটি টুইট
পরবর্তী টুইটে হিলারি লিখেছেন, ‘আমরা একত্রিত হলে আরও শক্তিশালী হব এবং সেভাবে একসঙ্গে সামনে এগিয়ে যাব। আর এরজন্য লড়াই করতে আপনারা কখনও সংকোচ করবেন না।’
সবাইকে মনোবল ধরে রাখার আহ্বান জানিয়ে হিলারি তার আরেকটি টুইটে লিখেছেন, ‘আমাদেরকে একে অপরের উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের মাঝে ক্লান্তি তৈরি হতে দেওয়া যাবে না। আমাদের মনোবল হারানো যাবে না। আরও অনেক মৌসুম আসবে। অনেক কাজ করতে হবে।’
মনোবল ধরে রাখার আহ্বান বহাল রেখে আরেকটি টুইটে হিলারি বলেন, বাইবেলে বলা আছে: ভালো কিছু করার ক্ষেত্রে আমাদেরকে পরিশ্রান্ত হওয়া যাবে না। মনোবল না হারালে সঠিক সময়ে আমরা ফল পাব।
সর্বশেষ টুইটটি হিলারি করেছেন, নারী শিশু ও কিশোরীদের লক্ষ্য করে। টুইটে হিলারি লিখেছেন, ‘সব বালিকা যারা দেখছ…তোমরা যে মূল্যবান ও ক্ষমতাবান এবং বিশ্বে তোমাদের সব সুযোগ রয়েছে সে ব্যাপারে কোনও সন্দেহ রেখ না’।
বাংলাদেশ সময়: ১৯:২৮:৪৬ ৩৪৪ বার পঠিত