আফগানিস্তানে জার্মান কনস্যুলেটে গাড়িবোমা হামলা

Home Page » বিবিধ » আফগানিস্তানে জার্মান কনস্যুলেটে গাড়িবোমা হামলা
শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬



germanconsulateinmazar-e-sharifattacked.jpg

আফগানিস্তানের মাজার-ই-শরিফে জার্মান কনস্যুলেটে গাড়িবোমা হামলায় অন্তত দুইজন নিহত ও ৮০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে ওই হামলা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

আত্মঘাতী এক হামলাকারী বিস্ফোরকভর্তি একটি ট্রাক নিয়ে কনস্যুলেটের ভেতর ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায়। এ সময় কনস্যুলেটের ভেতর গোলাগুলির শব্দও শোনা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা জানিয়েছেন, ঘটনার পর কনস্যুলেট এলাকার আশপাশে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স দেখেছেন তারা।

হামলায় দেয়াল ঘেরা কনস্যুলেট ভবনের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছেন নেটোর এক মুখপাত্র।

বিবিসিকে তিনি বলেন, অন্তত একটি বিস্ফোরকভর্তি গাড়ি কনস্যুলেটের দেয়ালে আঘাত হানে বলে তারা নিশ্চিত হয়েছেন। হামলায় আর কোনো গাড়ি ব্যবহৃত হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

হামলার পর নেটো বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভেতরে থাকা লোকজনকে সরিয়ে নেয়।

বিবিসি জানিয়েছে, তালেবান এই হামলার দায় স্বীকার করে বলেছে, এটা চলতি মাসের শুরুতে উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে নেটোর বিমান হামলার ‘প্রতিশোধ’।

কুন্দুজে হামলায় অন্তত ৩০ বেসামরিক নাগরিক নিহত হন বলে স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য।

ওই হামলা নিয়ে তদন্ত করলেও নেটোর দাবি, তালেবানরা চারদিক থেকে ঘিরে ফেলার পর আফগান সৈন্যরা সাহায্য চাইলে সেখানে বিমান হামলা চালানো হয়।

মাজার-ই-শরিফ আফগানিস্তানের বালখ প্রদেশে অবস্থিত। নেটো জোটের হয়ে আফগানিস্তানে থাকা জার্মানির এক হাজার সৈন্যের অধিকাংশই ওই প্রদেশে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১২:২৩:১৬   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ