শিশু নির্যাতন বন্ধ হচ্ছে না বিচারহীনতার কারণেই

Home Page » জাতীয় » শিশু নির্যাতন বন্ধ হচ্ছে না বিচারহীনতার কারণেই
রবিবার, ৬ নভেম্বর ২০১৬



21.jpgবঙ্গ-নিউজঃ দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই শিশু নির্যাতন বন্ধ হচ্ছে না বলে মন্তব্য করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

চাইল্ড রাইটস অ্যাডভোকেসি বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, অ্যাকশন এইড, প্ল্যান বাংলাদেশসহ বেশ কয়েকটি সংগঠন ওই মানববন্ধনের আয়োজন করে। শিশু নির্যাতনের প্রতিবাদে ‘সহিংসতা বন্ধ করুন, ‍শিশুদের রক্ষা করুন’ স্লোগানে এ মানববন্ধন পালন করা হয়।

বদিউল আলম মজুমদার বলেন, ‘আজ আমরা আতঙ্কিত ও স্তম্ভিত। শিশুদের আজ নির্ভয়ে, নির্ভাবনায় বেড়ে ওঠার কথা থাকলেও তারা আজ নানা পাশবিকতা, বিভৎসতা এবং হিংসাত্মক ঘটনার সম্মুখিন হচ্ছে। দেশে যদি শিশু নির্যাতনের সুষ্ঠু বিচার হতো তাহলে আজ এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।’

এ সময় তিনি শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য তুলে ধরে বক্তারা বলেন, গত চার বছরে নির্যাতনের ঘটনা ঘটেছে এক হাজার ৮৫টি, ধর্ষণের ‍শিকার ৯৭৬ জন শিশু। এছাড়া ২০১৬ সালের প্রথম নয় মাসে শিশু হত্যার ঘটনা ঘটেছে ২০২টি ও শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ৩২৫টি। যার মধ্যে শুধু অক্টোবরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে এসেছে সহিংসতার শিকার ২৫ শিশু।

বক্তারা আরও বলেন, শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দায়িত্ব শুধু সরকার বা একক কোনও গোষ্ঠীর নয়। এ দায়িত্ব সমাজের প্রতিটি ব্যক্তির। এ সামাজিক ব্যধি প্রতিরোধে প্রয়োজন সামাজিক আন্দোলনের।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, সেভ দ্য চিলড্রেনের মামুনুর রশীদ, ওয়ার্ল্ড-ভিশনের সাবরিনা নূপুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:২৩:৩৯   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ