‘মালাউনের বাচ্চা’ বলিনি, প্রমাণ করতে পারলে মন্ত্রীত্ব ছেড়ে দেব

Home Page » প্রথমপাতা » ‘মালাউনের বাচ্চা’ বলিনি, প্রমাণ করতে পারলে মন্ত্রীত্ব ছেড়ে দেব
রবিবার, ৬ নভেম্বর ২০১৬



fish-minister-sayeedul.jpgবঙ্গ-নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পর মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি হিন্দুদের ‘মালাউনের বাচ্চা’ বলেছিলেন। কিন্তু তিনি এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা, বানোয়াট বলে দাবি করেছেন। এমনকি এই অভিযোগ প্রমাণ করতে পারলে মন্ত্রীত্ব ছেড়ে দেবেন বলেও ঘোষণা দিয়েছেন।৬ নভেম্বর রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ডাকবালোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। মন্ত্রী বলেন, ‘আমি সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নই। হিন্দুদের ‘মালাউনের বাচ্চা’ বলিনি। এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। কেউ স্বার্ধ চরিতার্থ করার উদ্দেশ্যে এসব করছে। আমি এসব কথা বলেছি এটা প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব।’ হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়ের সঞ্চার হয় এমন সংবাদ পরিবেশন না করার জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ করেন।

লিখিত বক্তব্যে মন্ত্রী ছায়েদুল হক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোষ্টকে কেন্দ্র করে মুসলিমদের উস্কানী দেয়ার চেষ্টা করা হয়। এটা একটা ষড়যন্ত্র। সারাদেশের মুসলমানরা সংঘর্ষে না জড়ালেও আমার নির্বাচনী এলাকা নাসিরনগরে হিন্দু ভাই-বোনদের মন্দির, বাড়িঘরে সুপরিকল্পিত হামলা চালানো হলো কেন? এটি একটি জ্বলন্ত প্রশ্ন এবং বিরাট রহস্য! মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে উড়োখবরের মাধ্যমে আমার বিরুদ্ধে হিন্দু ভোটারদের ক্ষেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে।’

মন্ত্রী দাবি করেন, ‘একটি মহল আমার নির্বাচনী এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার বৃথা চেষ্টা করছে। নাসিরনগরে হিন্দু-মুসলমানদের সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। কেউ বিশ্বাস করবে না যে, আমি পরিস্থিতি সামাল দেয়া বাদ দিয়ে হিন্দুদের গালিগালাজ করে হিন্দুদের উস্কানি দেবো।’

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমার জীবন থাকতে হিন্দু ভাই-বোনদের ক্ষতি হতে দেবো না। তাদের ক্ষতি করার মাধ্যমে আমার সুনামহানি করার ষড়যন্ত্র সফল হতে দেব না। যারা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, ট্রাকে করে এসেছেন মন্দির ভাংতে, জ্বালিয়ে দিয়েছেন বাড়িঘর তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।’

একটি ফেসবুক পোষ্ট দেয়াকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দু বাড়িতে হামলা ঘটনা ঘটে। পরে ৬ নভেম্বর পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে সেই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৩ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:০২   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ