তবুও জয়টা হিলারির, সম্ভাবনা নেই ট্রাম্পের; অ্যাসাঞ্জ

Home Page » এক্সক্লুসিভ » তবুও জয়টা হিলারির, সম্ভাবনা নেই ট্রাম্পের; অ্যাসাঞ্জ
শনিবার, ৫ নভেম্বর ২০১৬



julian-assange-wikileaks-03.jpgবঙ্গ-নিউজঃ বিভিন্ন রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করা ভিন্নধর্মী সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা ও সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ মনে করছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়টা হিলারিরই হবে। এর আগে হিলারি সংক্রান্ত নানা ইমেইল ফাঁস করে ডেমোক্রেটদের অবস্থান দুর্বল করে দেয় এই গণমাধ্যম। রুশ গণমাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ তার এই অনুমান স্পষ্ট করেন।এদিকে ডেমোক্রেট শিবিরের অভিযোগ, ফাঁস হওয়া ইমেইলগুলোর সঙ্গে রাশিয়ার যোগসূত্র রয়েছে। তারা বলছেন, এসব ইমেইল ফাঁস করার উদ্দেশ্য হচ্ছে হিলারি ক্লিনটনকে আসন্ন নির্বাচনে হারিয়ে দেয়া।

আরটিকে দেয়া সাক্ষাৎকারে সাংবাদিক পিলজার এই অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন। উত্তরে অ্যাসাঞ্জ জানান, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই।

তিনি বলেন, ‘আমার বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্পের জিততে দেওয়া হবে না। কেন এটা বলছি? কারণ, সামগ্রিক মার্কিন এস্টাবলিশমেন্টের কোন অংশই তার পক্ষে নেই।’

তিনি আরও বলেন, ‘ব্যাংক, গোয়েন্দা, অস্ত্র ব্যবসার কোম্পানিগুলো কিংবা বিদেশি তহবিল সবই সম্মিলিতভাবে হিলারির সমর্থনে রয়েছে। এমনকি গণমাধ্যমগুলোও হিলারির পাশে রয়েছে। মালিক-সাংবাদিক সবাই হিলারির পক্ষে।’

গত মাসে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা চেয়ারম্যান জন পডেন্টার অ্যাকাউন্ট হ্যাক করে দুই হাজার মেইল দফায় দফায় ফাঁস করে উইকিলিকস। ফাঁস করা এসব মেইলে হিলারি ক্লিনটনের স্বামী বিল ক্লিনটন এবং সন্তান চেলসিকে নিয়ে নানা গোপন তথ্য বেরিয়ে আসে। তার চেয়েও বড় বিষয়, উইকিলিকসের প্রকাশ করা মেইলে বারাক ওবামা এবং হিলারি ক্লিনটনের আইএস প্রতিষ্ঠায় সম্পৃক্ততার শক্তিশালী প্রমাণ দেয়া যায়।

এবিষয়ে এফবিআই তৎপর হলেও উইকিলিকসে প্রকাশিত হিলারির বক্তব্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭:৫০:১০   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ