বঙ্গ-নিউজঃ আয়কর মেলার প্রথম দিন মঙ্গলবার ১৯১ কোটি টাকার কর আদায় হয়েছে। গতবছর আয়কর মেলার প্রথম দিনে ১৫৩ কোটি টাকার কর আদায় হয়েছিল। গত বছরের চেয়ে এই বছরে মেলার প্রথম দিনে ৩৮ কোটি ২১ লাখ টাকার বেশি কর দিয়েছেন দেশের করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে অনুষ্ঠিত মেলা থেকে এ পরিমাণ কর আদায় হয়।
কর মেলা
এনবিআরের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় নতুন টিআইএনধারীর (কর শনাক্তকরণ নম্বরধারী) পরিমাণ বেড়েছে সবচেয়ে বেশি। নতুন টিআইএনধারীর প্রবৃদ্ধি ৮০ দশমিক ২২ শতাংশ। মেলার প্রথম দিন মঙ্গলবার রিটার্ন দাখিল করেছে ১৬ হাজার ৮৬ জন। ২০১৫ সালে অনুষ্ঠিত মেলার প্রথম দিন রিটার্ন দাখিল করেছিল ১৪ হাজার ৯৯৮ জন। এছাড়া মঙ্গলবার সেবা নিয়েছে প্রায় ৬০ হাজার ব্যক্তি।
এবছর ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ঢাকাসহ সব বিভাগীয় শহরে ৭দিন, অন্য সব জেলা শহরে ৪দিন, দ্বিতীয়বারের মতো ২৯ উপজেলায় ২দিন এবং ৫৭ উপজেলায় ১ দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ ধারাবাহিকতায় মঙ্গলবার ২১টি জেলায় মেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপরে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়কর মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন, আয়কর মেলার আহ্বায়ক ও সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আবদুর রাজ্জাক।
কর মেলার উদ্বোধন করছেন মন্ত্রী
মেলায় প্রথমবারের মতো অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘আয়কর মেলার মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে সচেতনতা তৈরি ও মানুষকে কর প্রদানে উদ্ধুদ্ধ করা। সেই উদ্দেশ্য সফল হয়েছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলে বর্তমানে করদাতার সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে নতুন সাড়ে ৩ লাখ নতুন করদাতা যোগ হয়েছে। বছর শেষে এ সংখ্যা ১০ লাখে উন্নীত হবে। এ অর্থবছরে করদাতার সংখ্যা ২৫ লাখে উন্নীত হবে।’
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘কর মেলার সুনাম দেশের সীমানা ছাড়িয়ে গেছে। বিদেশিরা পর্যন্ত আমাদের জিজ্ঞাসা করে মেলা করে কিভাবে কর আদায় হয়।’
জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘মেলার মাধ্যমে মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। গত ৪ মাসে সাড়ে তিন লাখ নতুন করদাতা শনাক্ত করা হয়েছে। বাকি ৮ মাসে আরও বেশি করদাতা শনাক্ত করা হবে। তরুণ করদাতাদের উৎসাহ প্রদানের জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। গতবছরের চেয়ে এবারের মেলা ও সেবার পরিধি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে এ মেলার মাধ্যমে জাতীয় জীবনে সর্বস্তরে করদাতা বান্ধব সংস্কৃতি চালু হয়েছে।’
প্রসঙ্গত, মেলার পরিধি গতবছরের মেলার চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় করদাতাদের আসার সুবিধার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে বাস প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৩০:৫৪ ৩২৬ বার পঠিত