সিলেটের কারাগার স্থানান্তরিত হবে আগামী জুলাই মাসে: অর্থমন্ত্রী

Home Page » জাতীয় » সিলেটের কারাগার স্থানান্তরিত হবে আগামী জুলাই মাসে: অর্থমন্ত্রী
বুধবার, ২ নভেম্বর ২০১৬



বঙ্গ-নিউজঃ আবুল মাল আবদুল মুহিতআগামী বছর আরও একটি কারাগার স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ‘এ বছর একটি কারাগার স্থানান্তরিত হয়েছে। আগামী বছর আরেকটি স্থানান্তরিত করা হবে। আগামী বছরের জুলাই মাসে সিলেটের কারাগারটি স্থানান্তরিত করা হবে। সেখানে পার্ক করা হবে। সিলেটের মানুষের জন্য কোনও পার্ক নেই, তাই সেখানে পার্ক করার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার সন্ধায় পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে কেন্দ্রীয় কারাগার অভ্যন্তরে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ‘সংগ্রামী জীবনগাথা’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরিত করা হয়েছে। পুরাতন কেন্দ্রীয় কারাগারের স্থানে এখন জাদুঘর করা হবে, সে পরিকল্পনা রয়েছে। কিছু কিছু স্মৃতি সংরক্ষিত করা হবে। সিলেটের কারাগারটি ২০১৭ সালের জুলাইতে স্থানান্তরিত করা হবে। তাই আমাদের হাতে অনেক সময় রয়েছে।’ এ সময়ের মধ্যে সিলেটের পুরাতন কারাগারকে মানুষের বিনোদন কেন্দ্রে রূপান্তরিত করতে কী কী করা যায়, তার পরিকল্পনা করার জন্য কারা কর্তৃপক্ষকে বলেন অর্থমন্ত্রী।

কারা অধিদফতরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, সেচ্চাসেবী সংগঠন জার্নির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, প্রদর্শনীর কিউরেটর ইমিরেটাস ড. এ কে আব্দুল মোমেন প্রমুখ।

জেল হত্যা দিবস উপলক্ষে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা স্মৃতি জাদুঘর’ ও ‘জাতীয় চার নেতা কারা স্মৃতি জাদুঘর’ ঘুরে দেখা ও দুর্লভ ১৪৫টি ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনী চলবে ৫ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনী উপলক্ষে সকল দর্শনার্থী কারাগার অভ্যন্তরে প্রথমবারের মতো প্রবেশের সুযোগ পাচ্ছে।

২ নভেম্বর থেকে সাধারণ দর্শনার্থীরা কারাগারের ভেতরে প্রবেশ ও দুটি জাদুঘরসহ আশপাশ ঘুরে দেখতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তিনটি সেশনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা প্রথম, দুপুর ১টা থেকে ৩টা এবং তৃতীয় সেশনে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। কারাগারে প্রবেশ করতে জনপ্রতি টিকেট লাগবে ১০০টাকা।

উল্লেখ্য, গত ২৯ জুলাই পুরনো কারাগার থেকে কারাবন্দিদের কেরানীগঞ্জে নবনির্মিত কারাগারে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১০:১৩:০৬   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ