মক্কায় ক্ষেপণাস্ত্র হামলা, বিশ্বব্যাপী নিন্দার ঝড়

Home Page » বিশ্ব » মক্কায় ক্ষেপণাস্ত্র হামলা, বিশ্বব্যাপী নিন্দার ঝড়
সোমবার, ৩১ অক্টোবর ২০১৬



missile thrown Mecca

বঙ্গ-নিউজঃ  পবিত্র মক্কা নগরীতে ক্ষেপণাস্ত্র হামলায় তীব্র নিন্দার ঝড় উঠেছে বাংলাদেশসহ সারা বিশ্বে। সৌদি আরবের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের অনেক দেশ। বিশ্বের অধিকাংশ দেশই নৃশংস এই ঘটনায় নিন্দা জানিয়েছে। গত বৃহস্পতিবার সৌদি আরবের পবিত্র মক্কা নগরী থেকে প্রায় ৬৫ কি.মি. দূরে ক্ষেপণাস্ত্র হামালা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
আরব নিউজের খবরে বলা হয়েছে, জার্মান, নরওয়ে, ফিনল্যান্ড, ভারত, পাকিস্তান, তুরষ্ক, মিশর, বাহরাইন, ইরান, জর্ডানসহ আরো বহু দেশ পবিত্র মক্কা নগরীতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জার্মান রাষ্ট্রদূত ডেইটাই ডাব্লিউ হলার নিন্দা জানিয়ে বলেন, ‘যারা ইয়েমেনে আছেন তাদের জন্য শান্তির পথে আসা জরুরি। সংকট সমাধানে ইয়েমেনে নিয়োজিত জাতিসংঘের দূত ইসমাইল আউলাদ শেইখ আম্মেদকে উদ্যোগ গ্রহণ করতে হবে।’

ফিনল্যান্ডের রাষ্ট্রদূত পেখা ভাউটিলাইনিন বলেন, ‘মক্কার মাটিতে এ ধরনের নৃশংস হামলা নিন্দাজনক এবং তা মেনে নেওয়া যায় না। ইয়েমেনে শান্তি ফিরিয়ে আনার জন্য জাতিসংঘকে এগিয়ে আসতে হবে।’ যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে নরওয়ের রাষ্ট্রদূত রোলফ উইলি হানসেন মক্কায় হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘সকল শান্তি প্রিয় মানুষের জন্য এই হামলা নিন্দাজনক। আমি মনে করি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই বিষয়টির সমাধান হওয়া উচিৎ।’

ভারতের রাষ্ট্রদূত আহমেদ জাবেদ বলেন, ‘হুথি বিদ্রোহীদের এ ধরনের হামলা শান্তি প্রক্রিয়ার পথে বাধা সৃষ্টি করবে এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে।’ এদিকে পাকিস্তানের রাষ্ট্রদূত মঞ্জুরউল হক বলেন, ‘পবিত্র নগরীকে লক্ষ্য করে যে হামলা করা হয়েছে সংবাদটি বিশ্বের প্রতিটি মুসলিমের জন্য বেদনাদায়ক।’

বাংলাদেশও পবিত্র নগরী মক্কায় ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এনিয়ে রাষ্ট্রদূত গোলাম মসি বলেন, ‘বাংলাদেশ হুথি বিদ্রোহীদের এই জঘন্য কাজের নিন্দা করছে। এটা শুধুমাত্র সৌদি আরবকে হামলা করা নয় বরং ইসলামের উপর ইচ্ছাকৃত আক্রমণও। রাষ্ট্রদূত গোলাম মসি বলেন, ‘প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে পবিত্র মক্কা ও মদিনাকে রক্ষা করতে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ।’

বাংলাদেশ সময়: ১৪:০৯:৫৫   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ