নারী-পুরুষ সমতা আনার ক্ষেত্রে দ.এশিয়ায় বাংলাদেশ শীর্ষে

Home Page » এক্সক্লুসিভ » নারী-পুরুষ সমতা আনার ক্ষেত্রে দ.এশিয়ায় বাংলাদেশ শীর্ষে
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬



bangladeshi-men-and-women-working-together.jpgবঙ্গ-নিউজঃ নারী-পুরুষের মাঝে অর্থনৈতিক ব্যবধান কমিয়ে সমতা আনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সবার চেয়ে এগিয়ে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০১৬ -এর রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।বিশ্বের ১৪৪টি দেশের মধ্যে নারী-পুরুষের মাঝে অর্থনৈতিক সমতা আনার ক্ষেত্রে বাংলাদেশ ৭২ নম্বর স্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে ভারত রয়েছে ৮৭ নম্বর স্থানে, শ্রীলঙ্কা ১০০, নেপাল ১১০, মালদ্বীপ ১১৫, ভুটান ১২১ নম্বর স্থানে। সবচেয়ে খারাপ অবস্থানে আছে পাকিস্তান। দেশটি নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে অর্থাৎ ১৪৩ নম্বর অবস্থানে রয়েছে।

এছাড়া বাংলাদেশ নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের সূচকে ৭ নম্বরে রয়েছে বলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদনে উঠে এসেছে।

বিশ্বজুড়ে নারীদের বর্তমান যে অবস্থান তাতে নারী-পুরুষের মাঝে ব্যবধান কমিয়ে পুরোপুরি অর্থনৈতিক সমতা আনতে আরও ১৭০ বছর লাগবে বলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে। অর্থাৎ বিশ্বজুড়ে বেতন ও কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমতা আসতে ২১৮৬ সাল চলে আসবে।

প্রকাশিত প্রতিবেদনে অর্থনৈতিক সুযোগ ও রাজনৈতিক ক্ষমতায়নের দিক থেকে সবচেয়ে বেশি বেশি সমতা অর্জিত হয়েছে আইসল্যান্ড ও ফিনল্যান্ডে। তালিকার একদম নিচে ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া, সৌদি আরব ও ইরান জায়গা করে নিয়েছে। আর নারীর ক্ষমতায়নের দিক থেকে যুক্তরাষ্ট্র আছে ৭৩তম অবস্থানে। তবে সব সূচক মিলিয়ে দেশটি ৪৫তম অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:১১:০৬   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ