আন্তর্জাতিক সম্মেলনে প্রশংসিত বাংলাদেশের এডুটিউব

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » আন্তর্জাতিক সম্মেলনে প্রশংসিত বাংলাদেশের এডুটিউব
বুধবার, ২৬ অক্টোবর ২০১৬



239.jpgবঙ্গনিউজঃ ১৮ থেকে ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হওয়া তিন দিনব্যাপী এম এডুকেশন অ্যালায়েন্স সম্মেলন ২০১৬-এ অংশ নিয়েছে বাংলাদেশের ই-লার্নিং ওয়েব পোর্টাল এডুটিউববিডি। সারা বিশ্ব থেকে জমা পড়া অসংখ্য প্রস্তাবে শীর্ষ ৩০-এ জায়গা করে নেয় এই ই-লার্নিং পোর্টাল।

এই সম্মেলনে এডুটিউববিডিকে উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা শারমিন মাহজাবিন। তিনি বলেন, বাংলাদেশে শিক্ষা এবং মোবাইল অগ্রগতির কথা তুলে ধরা হয় এতে। আমাদের উপস্থাপনা বেশ প্রশংসিত হয়েছে। এরপর কয়েকটি দাতব্য সংস্থা বাংলাদেশে কাজ করার আগ্রহ জানিয়েছে।

শিক্ষাব্যবস্থা শক্তিশালীকরণ, মূল্যায়ন, গুণগত মান নির্ধারণ, ডেটা সংগ্রহ, শিক্ষকদের পেশাগত উন্নয়ন, যুব উন্নয়ন এবং কর্মদক্ষতা, যেকোনো সফল পদক্ষেপের সম্প্রসারণ এবং উদ্যোক্তা তৈরি করাই এম এডুকেশন অ্যালায়েন্স সম্মেলনের মূল উদ্দেশ্য। এবারের সম্মেলনে দুই শতাধিক বেশি দাতা সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক এনজিও, প্রকল্প উদ্ভাবক এবং সারা বিশ্বের প্রযুক্তি ও শিক্ষার সঙ্গে জড়িত নীতিনির্ধারকেরা অংশ নেন।

এডুটিউববিডির মূল প্রতিষ্ঠান এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন ‘দেশের বাইরে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল এডুটিউববিডি। শুধু দেশের সফটওয়্যার এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিষ্ঠান ইএটিএলের জন্য নয়, এটি বাংলাদেশের তথা তথ্যপ্রযুক্তি খাতের জন্য গৌরব এবং সম্ভাবনার ব্যাপার।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:২০   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ