৯ হাজার ৪৪৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার

Home Page » জাতীয় » ৯ হাজার ৪৪৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার
বুধবার, ২৬ অক্টোবর ২০১৬



169.jpgবঙ্গনিউজঃ দারিদ্র্য বিমোচন কর্মসূচিকে বেগবান করতে ‘একটি বাড়ি একটি খামার’সংশোধিত প্রকল্পসহ ৯ হাজার ৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্প ব্যয়ের পুরো অর্থ বাংলাদেশ সরকার বহন করবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভাএকনেক সভাশেষে আগারগাঁও এনইসি সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল প্রকল্প সম্পর্কে বলেন, ‘দারিদ্র্য আমাদের প্রধান শত্রু। দারিদ্র্য নির্মূল হওয়ার আগ পর্যন্ত এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এজন্য একটি বাড়ি একটি খামার- ৩য় সংশোধিত প্রকল্প নেওয়া হয়েছে । এর মাধ্যমে আমরা কৃষি আয়বর্ধক সমিতি গঠন করতে চাই। সমিতির সদস্যরা ক্ষুদ্র ঋণের পরিবর্তে ক্ষুদ্র সঞ্চয় তৈরির মাধ্যমে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে।’
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘প্রকল্পের আওতায় প্রতি সমিতিতে অতি দরিদ্র ও ভিক্ষুক পরিবারের ৬০ জন সদস্য থাকবে। সুবিধাভোগীদের সাপ্তাহিক সঞ্চয়ের সমপরিমাণ সরকারি অনুদান প্রদান করে মূলধন গঠন করা হবে। তারা পরবর্তী সময়ে পল্লি সঞ্চয় ব্যাংকের গ্রাহক হিসেবে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে অত্মপ্রকাশের সুযোগ পাবে। সংশোধিত এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে-৮ হাজার ১০ কোটি ২৭ লাখ টাকা। এর পুরোটাই সরকার বহন করবে। দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় ৪৯০টি উপজেলার ৪ হাজার ৫৫০টি ইউনিয়নের ৪০ হাজার ৯৫০টি ওয়ার্ডে প্রকল্প বাস্তবায়ন হবে । জুলাই ২০০৯ থেকে জুন ২০২০ মেয়াদে প্রকল্প বাস্তবায়ন হবে।’
সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শক্তিশালীকরণ প্রকল্প। এর প্রাক্কলিত ব্যয় ৩৪৫ কোটি ৭৭ লাখ টাকা। বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ, যশোর-১ম সংশোধিত প্রকল্প । এতে ব্যয় হবে ২৭১ কোটি ১৫ লাখ টাকা । ঢাকা সিএমএইচ এ ক্যান্সার সেন্টার নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯৮ কোটি ৬ লাখ টাকা । গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারা বাজার সড়কের ছাতকে সুরমা নদীর উপর সেতুর অবশিষ্ট কাজ সমাপ্তকরণ প্রকল্প। এর প্রাক্কলিত ব্যয় ১১২ কোটি ৯৯ লাখ টাকা।
এছাড়া ‘জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ’ প্রকল্প, এর প্রাক্কলিত ব্যয় ১২৪ কোটি ৫০ লাখ টাকা। দেশের ৩টি উপকূলীয় জেলার ৪টি স্থানে আনুষঙ্গিক সুবিধাদিসহ মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প। এতে ব্যয় হবে ৫৯ কোটি ৭০ লাখ টাকা। আড়িয়াল খাঁ নদীর ভাঙন হতে হাজী শরীয়তউল্লাহ সেতু সংলগ্ন ঢাকা-মাওয়া-ভাংগা-খুলনা জাতীয় মহাসড়ক রক্ষা প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৫৪ কোটি ৫৯ লাখ টাকা। রাজৈর-কোটালীপাড়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প। এতে ব্যয় হবে ৯৫ কোটি ৪২ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১০:১৬:৩৫   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ