আমি আপাদমস্তক নীতি নৈতিকতা মেনে চলি’

Home Page » জাতীয় » আমি আপাদমস্তক নীতি নৈতিকতা মেনে চলি’
সোমবার, ২৪ অক্টোবর ২০১৬



167.jpg
বঙ্গনিউজঃ সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে করে বলেন, ‘আমি আপাদমস্তকে নীতি নৈতিকতা মেনে চলি।’

সোমবার সকাল সোয়া নয়টার দিকে সচিবালয়ে নিজ দফতরে গেলে মন্ত্রণালয়ের সচিব এম এ এন ছিদ্দিকসহ কর্মকর্তা-কর্মচারীরা ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে একে অপরকে মিষ্টি মুখ করান। এ সময় তাদের উদ্দেশ করে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘ছোট আপা (শেখ রেহানা) দেশে ফিরলে এবং এর মধ্যে দলের কমিটি সম্পূর্ণ হলে সবাইকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যাব।’

তিনি আরও বলেন, ‘দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এখন থেকে দলীয় কাজে বেশি সময় দিতে হবে। তাই মন্ত্রণালয়ের কাজে আমি হয়তো আগের মতো সময় দিতে পারব না। এজন্য যাতে কোনও প্রোগ্রাম বাতিল করা না হয়। আমার জন্য কোনও কাজ যেন থেমে না থাকে।’

মন্ত্রণালয়ের নিজ দফতরে ১৫ মিনিট অবস্থানের পর তিনি মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। সভাকক্ষে প্রবেশ করে তিনি সেখানে উপস্থিত সবার কাছে গিয়ে কুশল বিনিময় করেন। ঠিক সে মুহূর্তে সেখানে উপস্থিত হন দলের সাবেক সাধারণ সম্পাক সৈয়দ আশরাফুল ইসলাম। তখন ওবায়দুল কাদের তাকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, রবিবার আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৪:০৫:৪০   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ