প্রদান করা হলো জীবনানন্দ সাহিত্য পুরস্কার

Home Page » সাহিত্য » প্রদান করা হলো জীবনানন্দ সাহিত্য পুরস্কার
রবিবার, ২৩ অক্টোবর ২০১৬



1115.jpgবঙ্গনিউজঃ জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার ২০১৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২২ শে অক্টোবর কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার প্রদান করা হলো। পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে কবির জন্মস্থান বরিশালে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব। উল্লেখ্য, কবির জন্মদিনে ঘোষণা করা হয় এ পুরস্কার আর প্রদান করা হয় মৃত্যুবার্ষিকীতে। এ বছর জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার প্রদান করা হয় কবি মাসুদ খান ও কথাসাহিত্যিক মহীবুল আজিজকে। প্রবাসে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি কবি মাসুদ খান। তাঁর পক্ষে সম্মাননাপত্র গ্রহণ করেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী।

বরিশালের রায় রোডে খেয়ালী থিয়েটার কার্যালয়ের কর্মবীর আব্দুল খালেক খান গণপাঠাগারে বিকেল সাড়ে ৩ টায় জীবনানন্দের কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় পুরস্কার প্রদান।

পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক বিশ্বজিৎ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট প্রাবন্ধিক অনিরুদ্ধ কাহালি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, কবি শামীম রেজা, ‘ধানসিঁড়ি’র সম্পাদক মুহম্মদ মুহসিন, ‘দূর্বা’র সম্পাদক গাজী লতিফ, অধ্যাপক হাবিবুল ইসলামসহ অন্যান্য আমণ্ত্রিত অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘আধুনিক বাংলার শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। তাঁর কবিতার প্রতিটি পংক্তিতে শোভা পাচ্ছে বাংলার রূপ। তিনিই প্রথম আমাদের শোনালেন বাংলার গান ও কবিতা।’

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে-কবি জীবনানন্দ দাশের কবিতার পাশাপাশি তাঁর কথাসাহিত্য নিয়ে বক্তব্য রাখেন।

জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার`১৬ গ্রহণ করছেন কথাসাহিত্যিক মহীবুল আজিজ

পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক মহীবুল আজিজ বলেন, ‘যেকোনো পুরস্কারই লেখকের জন্য সম্মানের ও আনন্দের। আমি বিশ্বাস করি, আমার সৃজনশীল কাজে ‘কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার’ আরো বেশি অনুপ্রাণিত করবে।’

প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যের সঙ্গে কবি জীবনানন্দের জীবন ও কর্ম নিয়ে কথা বলেন অনুষ্ঠানের সভাপতি কবি আসাদ চৌধুরী।

‘জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার’কে ঘিরে নানান অনুষ্ঠানের আয়োজন করেন জাতীয় কবিতা পরিষদের বরিশাল শাখা। এ উপলক্ষ্যে ২২ শে অক্টোবর, শনিবার সকাল সাড়ে ৯ টায় বরিশাল নগরের জীবনানন্দ দাশ সড়কের ‘জীবনানন্দ দাশ স্মৃতি মিলানয়তন ও পাঠাগার কমপ্লেক্সে (জীবনানন্দ অঙ্গন) কবির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাজ্ঞাপন করেন জাতীয় কবিতা পরিষদের বরিশাল শাখা।

প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন অতিথিরা
‘আড্ডা ধানসিঁড়ি’র আয়োজনেও কবির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন।এ সময় উপস্থিত ছিলেন আসাদ চৌধুরী, প্রাবন্ধিক ও গবেষক বিশ্বজিৎ ঘোষ, অনিরুদ্ধ কাহালি, কবি শামীম রেজা, আড্ডা ধানসিড়’র সংগঠক মুহম্মদ মুহসিনসহ অন্যান্যরা।

অপরদিকে কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র বরিশালের আয়োজন শনিবার সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কবি’র স্মৃতি বিজড়িত ঝালকাঠির ধানসিঁড়ির নদী ভ্রমণ, আলোচনা, সঙ্গীতানুষ্ঠান ও কবিতা পাঠের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৪০:৪৫   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ