ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

Home Page » অর্থ ও বানিজ্য » ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে
রবিবার, ২৩ অক্টোবর ২০১৬



বঙ্গনিউজঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স শুন্য দশমিক ৫৬ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে ৬৬ কোটি ৬৪ লাখ টাকা। তবে সিএসইতে লেনদেন কমেছে মাত্র ৮৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র
ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৩৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫০০ কোটি ৭৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৬ কোটি ৬৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৭ পয়েন্টে এবং ৫ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৬১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, আইটিসি, মবিল যমুনা, সাইফ পাওয়ারটেক, মোফাজ্জেল হোসেন স্পিনিং, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ফোন, ফরচুনা সু, বিএসআরএম লিমিটেড এবং তিতাস গ্যাস।
রবিবার সিএসইর লেনদেন চিত্র

সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৮ কোটি ২১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৯ কোটি ০৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৮৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৬৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪১৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৬৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১২ হাজার ৯৩৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১১৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, ফরচুনা ‍সু, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম লিমিটেড, গ্রামীণ ফোন, ইয়াকিন পলিমার, সাইফ পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল, ফারইস্ট ফাইন্যান্স এবং স্কয়ার ফার্মা।

বাংলাদেশ সময়: ২০:৩০:২০   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ