ঢাবি উপাচার্যের সঙ্গে বিজেপি সহ-সভাপতির সাক্ষাৎ

Home Page » জাতীয় » ঢাবি উপাচার্যের সঙ্গে বিজেপি সহ-সভাপতির সাক্ষাৎ
রবিবার, ২৩ অক্টোবর ২০১৬



5.JPGবঙ্গনিউজঃ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সহ-সভাপতি ড. বিনয় প্রভাকর সহস্রবুদ্ধে এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার উপাচার্যের কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী এমপি এবং ত্রিপুরা বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেব। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা-নেত্রীও সেখানে উপস্থিত ছিলেন।

জগন্নাথ হলে ঢাবি উপাচার্যের সঙ্গে বিজেপি প্রতিনিধি
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং আর্থ-সামাজিক উন্নয়নসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

শহীদ মিনারে ঢাবি উপাচার্যের সঙ্গে বিজেপি প্রতিনিধি
আর উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস বিজেপি নেতৃবৃন্দকে অবহিত করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার, জনগণ ও গণমাধ্যমের সার্বিক সমর্থন ও সহযোগিতার কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে বিজেপি সভাপতি কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ভবন ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে বিজেপি’র সহ-সভাপতি বর্তমানে বাংলাদেশ সফর করছেন।

বাংলাদেশ সময়: ২০:২৮:২৮   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ