লুঙ্গি পরে বার্সার খেলায়

Home Page » ফিচার » লুঙ্গি পরে বার্সার খেলায়
শনিবার, ২২ অক্টোবর ২০১৬



বঙ্গ-নিউজঃ 714.jpgগ্যালারিতে দুই ভিনদে​িশ দর্শকের সঙ্গে নাসিরুল ইসলাম (ডানে)। ছবি: সংগৃহীতভাইয়ের সঙ্গে বাজি ধরেই কাণ্ডটি ঘটালেন ঢাকার নাসিরুল ইসলাম। লুঙ্গি পরে চলে গেলেন চ্যাম্পিয়নস লিগের খেলা দেখতে। স্পেনের ফুটবল ক্লাব বার্সেলোনার হোমগ্রাউন্ড ন্যু ক্যাম্পে, বার্সেলোনা বনাম ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লিগের খেলা হয় গত বুধবার রাতে। সেখানেই গ্যালারিতে বসে বাঙালি পোশাকে দেখলেন পুরো খেলা, হয়ে উঠলেন গ্যালারির একাংশের তারকা!

নাসিরুল ইসলাম১৯ অক্টোবর স্পেনের সময় রাত ৮টা ৪৫ মিনিটে শুরু হয় খেলা। ম্যানচেস্টার সিটির বিপক্ষে বার্সেলোনার এই খেলায় মেসি তাঁর দলের হয়ে হ্যাটট্রিক করেছেন। জিতেছে বার্সেলোনা, ৪-০ গোলে। বাংলাদেশের ছেলে নাসির নিজে বার্সেলোনার পাঁড় সমর্থক। খেলা শেষে তাঁর সঙ্গে যখন ফোনে যোগাযোগ করা হয়, তখন বার্সেলোনার এই জয়ের সঙ্গে লুঙ্গির যোগসাজশ নিয়ে ভালো রসিকতায় মেতে ওঠেন তিনি। মেসি যখন দুই গোল দিয়ে হ্যাট্রিকের পথে, তখন নাকি বার্সা সমর্থক হিসেবে রীতিমতো দম বন্ধ হয়ে আসছিল তাঁর।
রোমাঞ্চে ভরপুর সেই ম্যাচ নিয়ে আলাপ শেষে আবারও লুঙ্গি পরে চ্যাম্পিয়নস লিগের খেলা দেখতে যাওয়ার প্রসঙ্গে ফিরে আসি।

‘ভাইয়ের সঙ্গে কী নিয়ে বাজি ধরেছিলেন?

‘আমার ভাই হেলাল থাকেন যুক্তরাজ্যের লন্ডনে। আমি যখন তাঁকে লুঙ্গি পরে খেলা দেখতে যাওয়ার পরিকল্পনার কথা বলি, তখন বিষয়টিকে তিনি নিছক মজা ভেবেছিলেন। আমাকে বলেছিলেন লুঙ্গি পরে মাঠে যেতে পারলে তিনি আমাকে ১০০ পাউন্ড দেবেন। এটা শুনে তো আমি আরও বেশি আগ্রহী হয়ে লুঙ্গি আর টি-শার্ট পরে স্পেনপ্রবাসী বন্ধু মাহবুবকে নিয়ে মাঠে যাই।’

‘এ রকম বড় ম্যাচের টিকিট পেলেন সহজে?’

‘আমরা নিয়েছিলাম স্টেডিয়ামের পেছনের সারির সবচেয়ে কমদামি টিকিট। একদম শেষ মুহূর্তে টিকিট কাটা হয়েছিল। বন্ধু মাহবুবই টিকিট জোগাড় করেছিল। বাংলাদেশি টাকায় তা প্রায় ৭ হাজার।’

‘পুরো খেলাই লুঙ্গি পরে দেখলেন?’

‘প্রথমে ভেবেছিলাম খেলার মাঝের বিরতিতে লুঙ্গি বদলে ফেলব। কিন্তু পরে গ্যালারির সবার আগ্রহ দেখে আর বদলে ফেলা হয়নি।’

‘আশপাশের দর্শকেরা এ পোশাক দেখে কি অবাক হয়নি?’

‘বাংলাদেশের এই ঐতিহ্যবাহী পোশাক দেখে গ্যালারির অনেক কৌতূহলী দর্শকই আমার কাছে এসেছেন। প্রশ্ন করেছেন, জানতে চেয়েছিলেন, কোথা থেকে এসেছি আমি। পোশাক কোন দেশের? অনেকেই আগ্রহী হয়ে আমার সঙ্গে ছবি তুলেছেন।’

নাসির পেশায় একজন আলোকচিত্রী। সম্প্রতি তিনি পাঠশালা থেকে আলোকচিত্রের ওপর স্নাতক শেষ করেছেন। ঢাকায় ‘১৯’ শিরোনামের একটি দলীয় আলোকচিত্র প্রদর্শনী শেষ করেই বেড়াতে গেছেন ইতালিতে। এখন ইতালির বিভিন্ন শহর ঘুরছেন, ছবি তুলছেন আর স্মৃতি জমা করে তুলছেন। তাঁর নাকি অনেক দিনের ইচ্ছা ছিল গ্যালারিতে বসে দেখবেন বার্সেলোনার খেলা। এর আগে ২০১০ সালে একবার এই মাঠেই ঘুরতে গিয়েছিলেন। কিন্তু সেবার কোনো খেলা চলছিল না। তাই তখনই ঠিক করে রেখেছিলেন এর পরের বার এসে খেলা দেখবেন। কিন্তু সেই খেলা দেখাটা যে এভাবে তিনি লুঙ্গি পরে উদযাপন করবেন তা তখন ভাবেননি।

বাংলাদেশ সময়: ০:৩৭:৫০   ৪৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ