ব্রাডলি ম্যানিংয়ের বিচার শুরুর প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ

Home Page » বিশ্ব » ব্রাডলি ম্যানিংয়ের বিচার শুরুর প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ
সোমবার, ৩ জুন ২০১৩



56859_int2.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ মার্কিন নিরাপত্তার তথ্য ফাঁস করার অভিযোগে ইরাকে গ্রেপ্তার হবার পর তিন বছর পর এবার বিচার শুরু হচ্ছে মার্কিন সেনা প্রাইভেট ব্রাডলি ম্যানিংয়ের। উইকিলিকসের কাছে মার্কিন নিরাপত্তার তথ্য ফাঁস করার দায়ে আজ তার বিচার শুরু হচ্ছে।এর প্রতিবাদে সারা বিশ্বে প্রতিবাদকারীরা বিক্ষোভ সমাবেশ করেছে। ফোর্ট মিয়েডে শনিবার ৩০০০ এর বেশি বিক্ষোভকারী এক সমাবেশে ‘আমরা সবাই ব্রাডলি ম্যানিং’ বলে স্লোগান দিয়েছে। এছাড়া সারা বিশ্বের চারটি মহাদেশের ২৪টির বেশি শহরে ব্রাডলির বিচারের প্রতিবাদে সমাবেশ হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ছাড়াও টরেন্টো, বার্লিন, প্যারিস এমনকি দক্ষিণ কোরিয়ার সিউলেও ম্যানিংয়ের সমর্থনে সমাবেশ হয়েছে। ভিয়েতনাম যুদ্ধের সময় পেন্টাগনের নথি ফাঁসকারী মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ড্যানিয়েল ইলসবার্গের মতো বেশ কিছু উচ্চ পদস্থ কর্মকর্তাও ম্যানিংয়ের সমর্থনে এগিয়ে এসেছেন। ইলসবার্গ বলেছেন ম্যানিংয়ের বিষয়টি একবিংশ শতাব্দীর অন্যতম একটি আলোচিত বিষয়। তিনি মনে করছেন এর মাধ্যমে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা হুমকির মুখে পড়বে। ম্যানিংকে ২০১০ সালে ইরাক থেকে গ্রেপ্তার করা হয়। এরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাজার হাজার ক্যাবল হ্যাকিংয়ের বিষয়টি তদন্ত করা হয়। ডিজিটাল তথ্য সরবরাহের অভিযোগে তিনি ইতিমধ্যেই দোষ স্বীকার করে নিয়েছেন। তবে এ স্বীকারোক্তি তার বিরুদ্ধে আনা ২১টি অভিযোগের তুলনায় অতি সামান্য। তাকে যাবজ্জীবন শাস্তি দিতে হলে আদালতকে এখন প্রমাণ করতে হবে যে আল-কায়েদাকে সরাসরি তথ্য প্রদানের মাধ্যমে ইরাকে তিনি তাদেরকে সরাসরি সহযোগিতা করেছেন বা তাদের অংশীদার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব অভিযোগ প্রমাণিত হলে ম্যানিংয়ের ১৫৪ বছরের কারাদণ্ড হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:২৪   ৪৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ