আসন্ন আওয়ামীলীগের জাতীয় সম্মেলন

Home Page » অর্থ ও বানিজ্য » আসন্ন আওয়ামীলীগের জাতীয় সম্মেলন
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬



24_preparation_awamileaguecouncil_151016_0002.jpg সোহরাওয়ার্দী উদ্যানে
আওয়ামী লীগের আসন্ন ২০তম সম্মেলনে
চট্টগ্রাম নগর থেকে যোগ দেবেন ১৩৬ জন
কাউন্সিলর।
বুধবার রাতে ঢাকায় আওয়ামী লীগের
কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের
বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত আওয়ামী লীগের
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য
আমিনুল ইসলাম আমিন বলেন, “নগর
আওয়ামী লীগের কাউন্সিলর সংখ্যা
১৩৬ জন নির্ধারণ করা হয়েছে। এখন তা নগর
কমিটিকে জানিয়ে দেওয়া হবে।”
বৈঠকের সিদ্ধান্ত পেলেই সে অনুযায়ী
ব্যবস্থা নেওয়া হবে বলে বৃহস্পতিবার
সকালে জানান নগর আওয়ামী লীগের
প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক।
নগরীর ‘জনসংখ্যার ভিত্তিতে’ আগের
বারের চেয়ে বেশি সংখ্যক কাউন্সিলর
নিয়ে সম্মেলনে অংশ নেওয়ার কথা
আগেই জানানো হয়েছিল কেন্দ্রকে।
নগরীর জনসংখ্যা বেড়ে যে ৬০ লাখ
ছাড়িয়েছে তার সপক্ষে বিভিন্ন তথ্য-
উপাত্তও কেন্দ্রে উপস্থাপন করা হয়। নগর
কমিটি কমপক্ষে ১৬০ জন কাউন্সিলর
চেয়েছিল। মঙ্গলবার নগর আওয়ামী
লীগের বর্ধিত সভায় এ নিয়ে আলোচনাও
হয়।
দলের গঠনতন্ত্রের ছয় ধারার ‘খ’ উপ-ধারায়
প্রতি ২৫ হাজার জনসংখ্যার জন্য একজন
করে কাউন্সিলর থাকার কথা বলা
হয়েছে।
বর্ধিত সভায় নেতারা
জানিয়েছিলেন, বন্দর নগরীর বর্তমান
জনসংখ্যা প্রায় ৬৫ লাখ। সে হিসেবে
চট্টগ্রাম নগরী থেকে কাউন্সিলরের
সংখ্যা হওয়ার কথা ২৪০ জন।
তবে সেটা না হলেও অন্তত ৪০ লাখ
জনসংখ্যার পুরনো হিসেব ধরলেও নগরী
থেকে কাউন্সিলর হওয়ার কথা ১৬০ জন।
২০১২ সালে হওয়া দলের ১৯তম
কাউন্সিলে নগরীর জনসংখ্যা ২৮ লাখ
ধরে কাউন্সিলর করা হয় ১১১ জনকে।
আমিনুল ইসলাম আমিন বলেন, “উত্তর ও
দক্ষিণ জেলা আওয়ামী লীগের
কাউন্সিলর সংখ্যা ১১১ জন করেই
থাকছেন।”
উত্তর চট্টগ্রামের সাতটি এবং দক্ষিণ
চট্টগ্রামের সাতটি ‍উপজেলা নিয়ে
যথাক্রমে উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী
লীগ গঠিত।

বাংলাদেশ সময়: ২৩:২২:৩৫   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ