রাজশাহীতে তাবলীগ ইজতেমা শুরু

Home Page » অর্থ ও বানিজ্য » রাজশাহীতে তাবলীগ ইজতেমা শুরু
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬



619.jpgবঙ্গনিউজঃ 619.jpgরাজশাহী জেলার শাহ মখদুম ঈদগাহ ময়দানে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলীগ ইজতেমা। বৃহস্পতিবার সকালে এ তাবলীগ ইজতেমা শুরু হয়। জানা গেছে, এ ইজতেমায় রাজশাহী জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন জেলার প্রায় ২শ’ তাবলীগ জামায়াত এবং কয়েকটি বিদেশি জামায়াত অংশ নিয়েছে।

তাবলীগ ইজতেমার সুরার সদস্য মো. নাসির উদ্দিন জানান, ‘বৃহস্পতিবার ফজরের আযানের পর থেকেই বয়ান শুরু হয়েছে। তবে মূল বয়ান শুরু হবে মাগরিবের নামাজের পর। রাজধানীর কাকরাইল মসজিদের বক্তারা বয়ান দেবেন।’

তিনি আরও বলেন, ‘এবছর টঙ্গীতে অনুষ্ঠিত তাবলীগ ইজতেমায় রাজশাহী থেকে মুসল্লিরা অংশ নিতে পারবে না। শুধুমাত্রা যারা ৪০ দিন কিংবা ১২০ দিনের জামায়াতে রাজশাহীর বাইরে থাকবেন তারাই শুধু টঙ্গী ইজতেমায় অংশ নেবেন। রাজশাহীর তাবলীগ ইজতেমায়ও শুধু রাজশাহীর মুসল্লিরা অংশগ্রহণ করতে পারবে।’

নাসির উদ্দিন বলেন, ‘রাজশাহীর বাইরের জেলার মধ্যে যারা রাজশাহীতে ৪০ কিংবা ১২০ দিনের জামায়াতে আছেন তারাও এই তাবলীগ জামায়াতে অংশগ্রহণ করতে পারবে। রাজশাহীতে এরকম প্রায় ২০০টি জামায়াত রয়েছে যারা এই ইজতেমায় অংশ নিয়েছে। এর বাইরে সৌদি আরব, ওমান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকেও একটি করে জামায়াত এই ইজতেমায় অংশ নিয়েছ।’

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ‘ইজতেমা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদগাহ ময়দানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে পুলিশ এবং গোয়েন্দা পুলিশও নিরাপত্তার দায়িত্ব পালন করছে।’

বাংলাদেশ সময়: ১০:২৭:০২   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ