শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে ফেরার ‘দাবি’ ছাড়েননি এমপিরা

Home Page » জাতীয় » শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে ফেরার ‘দাবি’ ছাড়েননি এমপিরা
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬



বঙ্গনিউজঃ 522.jpgবেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির পদ ফিরে পাওয়ার ‘দাবি’ এখনও ছাড়েননি সংসদ সদস্যরা। আর সংসদ সদস্যদের পক্ষ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ ব্যাপারে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ‘আপিল’ করার প্রস্তুতি নিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্য বিবরণী ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে সদস্যরা জানতে চান, তাদেরকে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদে ফেরাতে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে। জবাবে শিক্ষা সচিব সোহরাব হোসাইন জানান, এ ব্যাপারে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হাতে আসায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তারা ইতোমধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ‘আপিল’ করেছে। আগামী ৩০ অক্টোবর শুনানি হওয়ার কথা।

গত ১ জুন হাইকোর্ট রায় দেন, সংসদ সদস্যরা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির পদে থাকতে পারবেন না। হাইকোর্টের রায়ের পর সরকার আপিল করলে ১২ জুন আপিল বিভাগ তা খারিজ করে দেন। এরপর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

কমিটির সভাপতি আফছারুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি নিয়ে হাইকোর্ট একটা রায় দিয়েছেন। পরে তার বিরুদ্ধে আপিলও খারিজ হয়েছে। এখন পূর্ণাঙ্গ রায় ‍পাওয়ার পর আবার সরকার আইনি পদক্ষেপ নিচ্ছে।’ তিনি বলেন, ‘মন্ত্রণালয় তাদের জানিয়েছে, তারা আইনি পদক্ষেপ নিচ্ছে। এটা আপিল না রিভিউ, তা মন্ত্রণালয় বা আইনের লোকজন বলতে পারবেন।’

কমিটির সদস্য হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির পদ ফিরে পাওয়ার দাবি সব এমপির। যে কারণে কমিটি মন্ত্রণালয়কে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে বলেছিল। সে অনুযায়ী মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে।’

আফছারুল আমিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আবদুল কুদ্দুস, হাছান মাহমুদ, গোলাম মোস্তফা, এসএম আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু অংশ নেন।

বাংলাদেশ সময়: ১০:২০:১৫   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ