ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাহসান

Home Page » বিনোদন » ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাহসান
বুধবার, ১৯ অক্টোবর ২০১৬



ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাহসানবঙ্গ নিউজঃ কণ্ঠশিল্পী তাহসান আগে একটি সেলফোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন। তবে এবারই প্রথম তিনি কোনো ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন। রাজধানীর বনানীতে অবস্থিত ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তাহসান। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই এই ইউনিভার্সিটির হয়ে কাজ করবেন তাহসান।
তবে সেলফোন কোম্পানি ‘গ্রামীন ফোন’র সঙ্গে যথারীতি ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি অনুযায়ী তাহসান কাজ করবেন আগামী ২০১৮ সাল পর্যন্ত।
প্রাইভেট ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা প্রসঙ্গে তাহসান বলেন, ‘কানাডিয়ান ইউনিভার্সিটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি হয়েও যে শিক্ষার মানের দিক দিয়ে ভালো তার নিশ্চয়তা দিতেই কিন্তু আমি অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। একজন সচেতন নাগরিক হিসেবে আগামীর শিক্ষার্থীদের আমি সেই প্রতিশ্রুতিও দিচ্ছি- যে ছাত্রী-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেবার লক্ষ্যে এই ইউনিভার্সিটি বদ্ধপরিকর। আশা করছি তাদের সঙ্গে আমার কাজের সম্পর্ক হবে অনেক আন্তরিক। এই ইউনিভার্সিটিতে যারা বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন তাদের সম্পর্কে আমি বেশ ভালোভাবেই অবগত।’
এদিকে ১৮ অক্টোবর তাহসানের জন্মদিন। তবে নিজের জন্মদিন নিয়ে এই সময়ে এসে খুব বেশি আয়োজন করে অনুষ্ঠান করার পক্ষপাতি নন তিনি। কিন্তু তার অসংখ্য ভক্তদের উৎসাহে, আগ্রহে ইউটিউবে তাহসান vlogging করে তাতে নিজের জন্মদিনের নানান কর্মকাণ্ড তুলে ধরবেন। অর্থাৎ জন্মদিনে তিনি কোথায় কখন কী করছেন তা তুলে ধরার চেষ্টা করবেন ভিডিও আকারে। তথ্য প্রযুক্তির এই যুগে এভাবেই ভক্তদের সঙ্গে কাছে থাকার সবচেয়ে যুগোপযোগী পন্থা হিসেবে বিবেচনা করেন তিনি।
তাহসান আরো জানান ফেনী থেকে সোমবার সকালে রাজধানীতে আসা তার ভীষণ প্রিয় ভক্ত বাপ্পীর সঙ্গেও মঙ্গলবার কোনো এক ফাঁকে দেখা করবেন। তাহসান জানান, তার নতুন গান ‘প্রিয় অসুখ’ ইটিউনসের ব্যানারে শিগগিরই বাজারে পাওয়া যাবে। তবে তাহসান জানান, চলতি মাসের শেষপ্রান্তেই এর মিউজিক ভিডিও ইউটিউবে পাওয়া যাবে। পাশাপাশি রবিউল ইসলাম জীবনের লেখা ও ইমরানের সুর-সংগীতে সম্প্রতি বাজারে আসা ‘মন কারিগর’ অ্যালবামের ‘কেউ না জানুক’ গানটিরও মিউজিক ভিডিও চলতি মাসের শেষপ্রান্তেই শ্রোতা ভক্তরা ইউটিউবে পাবেন।
২০০৪ সালে আফসানা মিমির নির্দেশনায় ‘অফবিট’ নাটকে প্রথম অভিনয় করেন তাহসান জয়ার বিপরীতে। বেশ কয়েক বছর বিরতির পর তিনি শিহাব শাহীনের নির্দেশনায় ‘মন ফড়িং-এর গল্প’ এবং ‘নীল পরী নীলাঞ্জনা’ টেলিফিল্মে অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন তিশা ও মম। বাজারে তাহসানের অ্যালবামগুলো হচ্ছে ‘কথোপকথন’, ‘কৃত্যদাসের নির্বাণ’, ‘ইচ্ছে’, ‘নেই’, ‘প্রত্যাবর্তন’ ও ‘উদ্দেশ্য নেই’। সবগুলো অ্যালবাম জি-সিরিজের ব্যানারে বাজারে পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১০:০২:৪৯   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ