রেস্টুরেন্টে ভাঙচুর- কর্মচারীদের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

Home Page » সংবাদ শিরোনাম » রেস্টুরেন্টে ভাঙচুর- কর্মচারীদের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
রবিবার, ১৬ অক্টোবর ২০১৬



1211.jpg
বঙ্গ-নিউজঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছু সদস্য রেস্টুরেন্টে ভাঙচুর ও কর্মচারীদের মারধর করার প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা। শাবির প্রধান ফটকের সামনে গোলাবী রেস্টুরেন্টে ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে ছাত্রলীগের কর্মীরা।

শনিবার রাত পৌনে ৯টার দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আধা ঘণ্টা ধরে যানজটের সৃষ্টি হয়।

পরে শাবি প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। এসময় ব্যবসায়ীরা প্রশাসনের কাছে অভিযোগ করেন, শাবি শাখা ছাত্রলীগের কিছু সদস্য রেস্টুরেন্টে ভাঙচুর ও কর্মচারীদের মারধর করেছেন।

এরপর শাবির ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. রাশেদ তালুকদার অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।

ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমরা হামলার অভিযোগ পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।’

সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা
ক্যাম্পাস সূত্রে জানা যায়, শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন (রাজু), সহ-সম্পাদক প্রিতম দাশ জনি, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক অসীম বিশ্বাস ও সদস্য উজ্জল সাহাসহ ৪-৫ জন মিলে ওই রেস্টুরেন্টে হামলা চালান। এতে আলমগীর ও মুস্তাকিম নামে রেস্টুরেন্টের দুই কর্মচারী আহত হন।তারা ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছেন।

রেস্টুরেন্টের ম্যানেজার জাকারিয়া হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরা বেশির ভাগ সময় বাকি খেয়ে টাকা দেয় না। সে কারণে শনিবার বাকি না দেওয়ার কথা বলায় তারা হামলা করেছে। রেস্টুরেন্টে ভাঙচুর ও কর্মচারীদের আহত করেছেন।’

এর আগে বিকালে ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘বিষয়টি মিটমাট হয়ে গেছে।’ পরে রাত ৯ টার দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেন।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানান জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:০৬   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ