আমদানি করা রসুনের দাম কমছে

Home Page » অর্থ ও বানিজ্য » আমদানি করা রসুনের দাম কমছে
শনিবার, ১৫ অক্টোবর ২০১৬



616.jpg
বঙ্গ-নিউজঃ উর্ধ্বমুখী থাকার পর রাজধানীর বাজারে কমতে শুরু করেছে আমদানি করা রসুনের পাইকারি দর। ভারতীয় পেঁয়াজের দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে দেশি পেঁয়াজ, আদা আর আলুর বাজার।

এদিকে, ক্রমেই চড়া হচ্ছে চালের বাজার, কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে নাজিরশাইল, মিনিকেটসহ অন্যান্য চালের দাম। বোতলজাত সয়াবিন, চিনি আর মসুর ডালের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে খোলা সয়াবিন আর পাম তেলের দাম।

মাসখানেক ধরেই রাজধানীর পাইকারি বাজারে দফায় দফায় বেড়েছে আমদানি করা রসুনের দাম। প্রকারভেদে প্রতিকেজি রসুনের সর্বোচ্চ দাম উঠেছিলো ১’শ ৮০ থেকে ২’শ ২০ টাকা পর্যন্তও। তবে চলতি সপ্তাহে এসে রসুনের দাম কিছুটা কমতে শুরু করেছে।

দেশি পেঁয়াজের বাজারদরে কোন পরিবর্তন না আসলেও, কেজিতে ৮ টাকা বেড়েছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম।পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে দুর্গাপূজার দীর্ঘ ছুটিকেই দায়ী করছেন ব্যবসায়ীরা যদিও কিছুটা কমেছে আদা আর আলুর দাম।আমদানি ভালো হওয়ায় রসুনের দাম আরো কমবে বলেই আশা তাদের।

তবে সে তুলনায় বেশ চড়া চালের বাজার, কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে নাজিরশাইলের দাম, ৪ টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে ৪৮ টাকা দরে, একই অবস্থা আটাশ, বাসমতিসহ অন্যান্য চালের দামেও।

বেড়েছে বোতলজাত সয়াবিনের দামও, কেজিতে ৬ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯৫ টাকা দরে,আগের দামেই বিক্রি হচ্ছে খোলা সয়াবিন। দেশি মসুরের দাম কিছুটা বাড়লেও কমেছে খেসারি আর মুগসহ প্রায় সব ধরণের ডালের দাম।

কিছুটা বেড়েছে চিনির দামও, তবে সব ধরণের মশলা, আটা ময়দা আর গুড়োদুধের দাম রয়েছে অপরিবর্তিত।

বাংলাদেশ সময়: ১৬:২১:৫৮   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ