দ্বিতীয় দফায় হত্যার হুমকি পেলেন আনু মুহাম্মদ

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » দ্বিতীয় দফায় হত্যার হুমকি পেলেন আনু মুহাম্মদ
শুক্রবার, ১৪ অক্টোবর ২০১৬



anu-muhammad.jpgবঙ্গ-নিউজঃ তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদকে আবারো হত্যার হুমকি দেয়া হয়েছে। বুধবার দিবাগত রাতে হত্যার হুমকি পাওয়ায় সে বিষয়ে থানায় সাধারণ ডায়রি করতে গেলে আবারো তার মোবাইলে হত্যার হুমকি দেয়া হয়। পরে এ বিষয়ে রামপুরা থানায় একটি ডায়েরিও করে তিনি। আনু মুহাম্মদ তার ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস আপডেট করেছেন।anu muhammad

বুধবার দিবাগত রাত একটায় মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের ‘০১৬২৯-৯৬৭৫৫১’ নম্বর থেকে এসএমএস-এ আনু মুহাম্মদকে প্রথমবার হত্যার হুমকি দেওয়া হয়। আনু মুহাম্মদের কাছে পাঠানো সেই এসএমএস-এ লেখা ছিল ‘Death keeps no calendar, and Ansatullah knows no time!’। ঘটনার পর তিনি বৃহস্পতিবার রাতে রামপুরা থানায় সাধারণ ডায়েরি করতে গেলে থানাতেই আবারো এসএমএস-এ তাকে হত্যার হুমকি দেয়া হয়। ওই নাম্বারে ডায়াল করলে নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান হক বলেন, ‘আমি যতদূর জেনেছি আনু মুহাম্মদ হত্যার হুমকির বিষয়ে ডায়েরি করতে এসেই আবার হত্যার হুমকি পেয়েছেন। পরে থানায় সাধারণ ডায়েরিও করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বৃহস্পতিবার রাতে আনু মুহাম্মদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্টাটাসে লিখেন, ‘রামপুরা থানায় বসে জিডি করছিলাম। ওসি (তদন্ত) সাহেব সামনেই ছিলেন। এই সময়েই রাত ৮টা ৪৩মিনিটে একই নম্বর থেকে আরেকটি এসএমএস পেলাম। হুবহু: ‘ছে ইয়েস টু রামপাল, আদারওয়াইজ ইউ মাস্ট উইল বি হ্যাকড টু ডেথ ইনক্রিডিবলি বাই আস’।’

তিনি আরো লিখেন, ‘যারা আতংক তৈরি করতে চায়, মানুষকে নীরব ও নিষ্ক্রিয় করতে চায়, যারা যুক্তিতে হেরে শক্তির পথ ধরে, তারা নৈতিকভাবে পরাজিত, তাদের সঠিক জবাব: সবাই মিলে আরও সরব হওয়া, আরও সক্রিয় হওয়া।’

বাংলাদেশ সময়: ১৩:৩৯:৩৭   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ